হোম /খবর /বিনোদন /
মাঝ সমুদ্রে বেলি ডান্স! নোরা ফাতেহির ৩১তম জন্মদিনের ভিডিও দেখলে অবাক হবেন

মাঝ সমুদ্রে বেলি ডান্স! নোরা ফাতেহির ৩১তম জন্মদিনের ভিডিও দেখলে অবাক হবেন

মাঝ সমুদ্রে বেলি ডান্স! নোরা ফাতেহির ৩১তম জন্মদিনের ভিডিও দেখলে অবাক হবেন

মাঝ সমুদ্রে বেলি ডান্স! নোরা ফাতেহির ৩১তম জন্মদিনের ভিডিও দেখলে অবাক হবেন

দুবাইয়ের সমুদ্রে বেলি ড্যান্সে মগ্ন  অভিনেত্রী নোরা ফাতেহি।

  • Share this:

দুবাইয়ের সমুদ্রে বেলি ড্যান্সে মগ্ন  অভিনেত্রী নোরা ফাতেহি। পিছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। মাঝ সমূদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন নোরা। জন্মদিনের এমনই মুহূর্ত নিজের ইন্সটা প্রোফাইল থেকে শেয়ার করলেন তিনি।

আজ ৩১ তম জন্মদিন নোরা ফাতেহির। জন্মদিনে মাঝ সমূদ্রে কোমর দোলালেন নোরা। সামনে রাখা কেক, ফুলের তোরা। জামাতে রঙ-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: উষ্ণ ছবিতে ঝড় তুললেন মৌনি রায়! অভিনেতার পোজে কাঁপল নেট দুনিয়া, দেখুন সেই ছবি

বেলি ড্যান্সে মগ্ন হতে দেখা গেল বার্থ ডে গার্ল কে। তার সঙ্গে কোমর দোলালেন বন্ধুরাও। ভাসমান বোটেই নিজের বিশেষ দিন উদযাপন করলেন অভিনেত্রী।

বরাবরই বেলি ডান্সের জন্য জনপ্রিয় নোরা। একটি নামী রিয়্যালিটি শোয়ে বিচারক হিসাবেও কাজ করেছেন। আজ তাঁর ৩১ তম জন্মদিনে মাঝ সমুদ্রে বেলি ডান্সের মাধ্যমেই নেটিজনদের মন কাড়লেন তিনি।

View this post on Instagram

A post shared by Nora Fatehi (@norafatehi)

ইন্সাটাগ্রামে সেই ছবি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্য বয়ে গিয়েছে পোস্টটি ঘিরে । নোরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বহু নেটিজেন।

Published by:Anulekha Kar
First published:

Tags: Nora Fatehi