Anurag Kashyap: কেউ সঠিক ভাবে বুঝতেই পারেননি সন্দীপকে; ‘অ্যানিম্যাল’ পরিচালকের প্রশংসায় বললেন অনুরাগ কাশ্যপ
- Published by:Uddalak B
- trending desk
Last Updated:
Anurag Kashyap: বিষয়টা যদিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাতেই থেমে থাকেনি।
মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছে ‘অ্যানিম্যাল’। আর ছবির এ হেন সাফল্যে যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সমস্ত দিক থেকেই প্রশংসা অর্জন করেছে এই অ্যাকশন থ্রিলার। শুক্রবার ‘অ্যানিম্যাল’ পরিচালকের সঙ্গে দেখা করেন বলিউডের আর এক স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। এমন কী সন্দীপের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।
বিষয়টা যদিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাতেই থেমে থাকেনি। ‘অ্যানিম্যাল’ পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগ কাশ্যপ। এমনকী তিনি এ-ও উল্লেখ করেন যে, এই মুহূর্তে যে চিত্র পরিচালকদের সবথেকে বেশি ভুল ভাবে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন সন্দীপ।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি শেয়ার করেছেন অনুরাগ। সন্দীপের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। অনুরাগ লিখেছেন, “সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দারুণ একটা সন্ধ্যা কাটালাম। এই মুহূর্তের সবথেকে ভুল ভাবে নেওয়া, নিন্দিত চিত্রপরিচালক। আমার কাছে অবশ্য তিনি সবথেকে সৎ, দুর্বল এবং সুন্দর একজন মানুষ। যদিও তাঁকে আর তাঁর ছবি নিয়ে কে কী ভাবলেন, তাতে আমার কিছু যায়-আসে না।
advertisement
advertisement
আমি তাই ওই মানুষটার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমি ছবির বিষয়ে প্রশ্নও করেছিলাম আর তিনি সব কিছুর জবাবও দিয়েছেন। আসলে আমি ২-বার দেখেছি ছবিটি। ধৈর্য্য ধরা এবং নিজের মতো থাকার জন্য অনেকটা ধন্যবাদ। ৪০ দিন আগে প্রথম বার ‘অ্যানিম্যাল’ দেখেছি। আর দ্বিতীয় বার দেখার ২২ দিন হয়ে গিয়েছে। দীর্ঘ সময়ের হিন্দি সিনেমায় রীতিমতো খেলা ঘুরিয়ে দিয়েছে ‘অ্যানিম্যাল’। আর এই ছবির প্রভাব (ভাল অথবা খারাপ) অস্বীকার করা যায় না। আর চিত্র পরিচালক সবটা নিজের উপর নিয়েছেন। তাঁর সঙ্গে কাটানো সেরা সন্ধ্যা।”
advertisement
যাঁরা ‘অ্যানিম্যাল’ ছবিটিকে ‘নারী বিদ্বেষী’ হিসেবে দেগে দিয়েছেন, তাঁদের একহাত নিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তাঁর ‘অ্যানিম্যাল’ অথবা ‘কবীর সিং’-এর মতো ছবিগুলির জন্য এমন শব্দ ব্যবহার করা একেবারেই সঠিক নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 4:53 PM IST