NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা

Last Updated:

নাচে গানে পোশাকে নজর কাড়লেন দেশি-বিদেশি তারকারা৷ শাহরুখ খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চনের মতো বলিতারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদের মতো হলিতারকারা৷

NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা
NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা
নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট৷ নাচে গানে পোশাকে নজর কাড়লেন দেশি-বিদেশি তারকারা৷ শাহরুখ খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চনের মতো বলিতারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদের মতো হলিতারকারা৷
এই অনুষ্ঠানেই বান্ধবী সাবা আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন হৃতিক রোশন৷ আর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বান্ধবীর জুতো হাতে ক্যামেরাবন্দি হৃতিক৷ কিন্তু হঠাৎ বান্ধবীর জুতো হাতে কেন?
advertisement
আসলে এই অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা৷ কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। এই বিশেষ অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত অগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।
advertisement
এই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউডের গ্রীক গডের প্রসংশায় পঞ্চমুখ অনুরাগী মহল৷ কেউ লিখেছেন, ‘‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন। কেউ আবার বলছেন,‘‘হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তাঁর জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, এক জন ভাল মানুষ এসেছেন।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement