NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নাচে গানে পোশাকে নজর কাড়লেন দেশি-বিদেশি তারকারা৷ শাহরুখ খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চনের মতো বলিতারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদের মতো হলিতারকারা৷
নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট৷ নাচে গানে পোশাকে নজর কাড়লেন দেশি-বিদেশি তারকারা৷ শাহরুখ খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চনের মতো বলিতারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদের মতো হলিতারকারা৷
এই অনুষ্ঠানেই বান্ধবী সাবা আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন হৃতিক রোশন৷ আর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বান্ধবীর জুতো হাতে ক্যামেরাবন্দি হৃতিক৷ কিন্তু হঠাৎ বান্ধবীর জুতো হাতে কেন?
advertisement
আসলে এই অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা৷ কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। এই বিশেষ অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত অগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।
advertisement
এই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউডের গ্রীক গডের প্রসংশায় পঞ্চমুখ অনুরাগী মহল৷ কেউ লিখেছেন, ‘‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন। কেউ আবার বলছেন,‘‘হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তাঁর জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, এক জন ভাল মানুষ এসেছেন।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 12:07 PM IST