• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ে ভাঙছে না আরও জমছে! জনসমক্ষে প্রিয়াঙ্কার জন্য নিক যা করলেন...দেখুন ভিডিও

বিয়ে ভাঙছে না আরও জমছে! জনসমক্ষে প্রিয়াঙ্কার জন্য নিক যা করলেন...দেখুন ভিডিও

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

 • Share this:

  #মুম্বই:  নিক-প্রিয়াঙ্কার বিয়ে নাকি ভাঙতে চলেছে? এমন জল্পনায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনরাও এই মুখরোচক খবরে বেশ মজাই পেয়েছেন৷ আবার প্রিয়াঙ্কা ভক্তরা কিছুটা ভেঙেও পড়েছেন৷ বিয়ের কয়েক মাস হতে না হতেই এমন খবর কেউ আশা করেননি৷ আর হবেই বা কী করে, নিক-প্রিয়াঙ্কা তো একের পর এক অন্তরঙ্গ ছবিও পোস্ট করছেন! তাহলে? এই সব জল্পনার জবাব দিলেন নিক৷ জনসমক্ষে যা করলেন নিক...ভিডিও দেখলেই বুঝবেন৷

  বিয়ের পর এই প্রথমবার নিকের কনসার্টে সরাসরি পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ দর্শকাসনে ছিলেন তিনি৷ নিককে উৎসাহ দিচ্ছিলেন৷ আর এসবের মধ্যেই মঞ্চ থেকে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বললেন নিক৷ সব ভক্তদের সামনেই আবার করলেন প্রেম নিবেদন৷ বুঝিয়ে দিলেন যে কতটা স্ত্রীকে ভালবাসেন তিনি৷

  আরও পড়ুন ভোট চাই,কাস্তে হাতে চাষ করতেও নামলেন অভিনেত্রী! দেখুন ছবি

  নিক রকস্টার৷ তাই তাঁর এই প্রেম নিবেদনও তেমন স্টাইলেই হল৷ সাঙ্কেতিক ভাষায় তিনি প্রিয়াঙ্কায় বোঝালোন যে তিনি প্রিয়াঙ্কাকে আগের মতোই ভালবাসেন৷ তাঁদের ভালবাসায় কোন ক্ষামতি নেই৷ তাই তো নিন্দুকদের মুখে ছাই দিয়েই এমন ভিডিও পোস্ট করলেন নিক-প্রিয়াঙ্কা ভক্তরা৷

  দেখুন সেই ভিডিওটা....

  First published: