Nick Jonas: অন্তর্বাস পাওয়ার পর এবার আচমকা ‘পতন’ নিকের! মঞ্চ থেকে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
‘জোনাস ব্রাদার্সে’র কনসার্টেই ঘটেছে এই ঘটনা৷ নিকের পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মঞ্চ থেকে পড়ে গেলেন নিক জোনাস৷ গান গাইতে গাইতেই হঠাৎই পড়ে যান প্রিয়াঙ্কার স্বামী নিক৷ ‘জোনাস ব্রাদার্সে’র কনসার্টেই ঘটেছে এই ঘটনা৷ নিকের পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আমেরিকার অন্যতম খ্যাতনামা গায়ক নিক। দুই ভাইয়ের সঙ্গে নিকের একটি ব্যান্ড রয়েছে, নাম ‘জোনাস ব্রাদার্স’৷ বহু জনপ্রিয় শ্রোতাদের উপহার দিয়েছে ‘জোনাস ব্রাদার্স’৷ অন্যান্য দিনের মতো এদিনও ঠিক একই ভাবে মঞ্চে গান গাইছিলেন নিক৷ গাইতে গাইতেই স্টেজের একেবারে প্রান্তের দিকে চলে আসেন তিনি৷ আর তারপরেই টাল সামালাতে না পেরে পড়ে যান তিনি৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা স্বামীর পাশে বরাবর থেকেছেন৷ সম্প্রতি তিনি নিকের উদ্দেশ্যে লেখেন,‘‘নিক জোনাস তুমি চুম্বকের মতো৷ আমি আর এমএম(মালতি মেরি) তোমাকে আমাদের জীবনে পেয়ে ধন্য৷’’
CALL TMZ!!!!! NICK FELL!!!!! pic.twitter.com/RY6Drl5dwU
— h 🍒🪩 (@x0heathyyy) August 16, 2023
অবশ্য নিকের কনসার্টে এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে৷ বেশ কয়েকবছর নিকের একটি কনসার্টে গিয়ে সাদা অন্তর্বাস পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ আটলান্টার সেই অনুষ্ঠানের পর প্রিয়াঙ্কা মঞ্চের নীচে একটি সাদা ব্রা পড়ে থাকতে দেখেন৷ কুড়িয়ে নেন হাতে৷
advertisement
একটি সাদা ব্রা হাতে প্রিয়াঙ্কার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ প্রিয়াঙ্কা নিজেও শেয়ার করেছিলেন সেই ভিডিও৷ সঙ্গে লিখেছিলেন,‘‘স্বামীর জন্য ভক্তদের দেওয়া উপহার সংগ্রহ করছি৷ ওকে দিয়ে দেব, LOL’’পরে প্রিয়াঙ্কা অবশ্য সেই ভিডিওটি ডিলিট করে দেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 1:47 PM IST