বৈশাখে নতুন প্রাণের আহ্ববানে রবীন্দ্রসঙ্গীত, গাইলেন বাংলার একঝাঁক শিল্পী
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ইমন, লগ্নজিতা, কৌশিক, দুর্নিবার, উজ্জ্বয়িনী সহ ১৪ জন শিল্পী ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটি তৈরি করেছেন নতুন করে।
#কলকাতা: সংকট। পৃথিবী জুড়ে এখন মানবসভ্যতা দাঁড়িয়ে আছে এক বিরাট প্রশ্নের সামনে। কিন্তু সেই সংকটের মধ্যেও গানের সুরে নতুন করে বাঁচার মন্ত্র খুঁজে নিচ্ছেন অনেকে। লকডাউনের মধ্যে সেই নতুন সুর খুঁজে নেওয়ার কাজ করেছেন বাঙালি শিল্পীরাও। তবে সবটাই রবি ঠাকুরের গানে। নতুন প্রাণের আহ্ববান করেছেন তাঁরা।
ইমন, লগ্নজিতা, কৌশিক, দুর্নিবার, উজ্জ্বয়িনী সহ ১৪ জন শিল্পী ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটি তৈরি করেছেন নতুন করে। গানটির অডিও অ্যারেঞ্জ করেছেন নীলাঞ্জন ঘোষ। ইউটিউবে প্রকাশিত হয়েছে এই নতুন গান।
advertisement
advertisement
প্রতিদিন মানুষ বাঁচে ঠিকই কিন্তু আরও ভাল করে বাঁচার শপথ নেয় কি? এই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের দিনে তাই মন শুধু শান্তি আর প্রেমের কথাই বলে। তাই এই শিল্পীরা একসঙ্গে এসেছেন। গান ধরেছেন নিজের মতো করে। আর এই গান চারিদিকে ছড়িয়ে থাকা এত নিরাশার মাঝেও বলে আশার কথা। দেখুন ভিডিও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2020 8:44 PM IST