ফের শিরোনামে রাণু, রিয়েলিটি শোয়ে গাওয়া গান মুহূর্তে ভাইরাল

Last Updated:

একটি রিয়্যালিটি শো-তে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির বিখ্যাত একটি গানটি শোনা গেল রাণু মণ্ডলের কণ্ঠে

#মুম্বই: সেই রাণু আর এই রাণুর মধ্যে আকাশ পাতাল তফাৎ ৷ সেই রাণু শুধুই রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গেয়ে চলতেন নিজের ছন্দে ৷ আর এই রাণু এখন রেকর্ডিং স্টুডিওতে গান গান, রিয়্যালিটি শোতে গেস্ট হিসেবে হাজির থাকেন, সিনেমায় প্লেব্যাক করেন, সাংবাদিক বৈঠকে ঝটপট সাংবাদিকদের প্রশ্নের দারুণ উত্তর দেন ৷ রাণু একেবারে পাল্টে গেছেন ৷ স্বপ্নের উড়ানে রাণু এখন রানাঘাটের লতা নয়, তিনি হলেন ‘ভাইরাল’ সিঙ্গার ৷
হিমেশের হাত ধরে রাণু এখন সবার কাছে পরিচিত ৷ হিমেশের সুরে রাণুর ‘তেরি মেরি কাহানি’ যেন নতুন করে জীবনের কাহানি লিখে ফেলল রাণুর ৷ আর তাই তো রাণু এখন রীতিমতো সেলিব্রিটি ৷
এবার আর হিমেশের গান নয়, দীপাবলিতে একটি রিয়্যালিটি শো-তে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির বিখ্যাত একটি গানটি শোনা গেল রাণু মণ্ডলের কণ্ঠে। ১৯৯৫ সালে ব্লকবাস্টার এই ছবির 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানটিই গাইলেন তিনি। আর এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে নেট দুনিয়ায়।
advertisement
advertisement
শুনুন রাণুর গান--
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের শিরোনামে রাণু, রিয়েলিটি শোয়ে গাওয়া গান মুহূর্তে ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement