বলিউডে নতুন এমএমএস কাণ্ড, ফাঁসলেন নায়ক !
Last Updated:
এদিন বলিউডে এমএমএস মানেই নায়িকার অন্তরঙ্গ বা গোপন মুহূর্ত ৷ তবে এবার ব্যাপারটা একেবারে গেল উল্টে ৷ কোনও নায়িকা নয়, ইন্টারনেটে ছড়িয়ে পড়ল নায়ক জনি বাওয়েজার এমএমএস ৷ এমএমএসে একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল জনিকে ৷
#মুম্বই: এদিন বলিউডে এমএমএস মানেই নায়িকার অন্তরঙ্গ বা গোপন মুহূর্ত ৷ তবে এবার ব্যাপারটা একেবারে গেল উল্টে ৷ কোনও নায়িকা নয়, ইন্টারনেটে ছড়িয়ে পড়ল নায়ক জনি বাওয়েজার এমএমএস ৷ এমএমএসে একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল জনিকে ৷
তা এই জনি বাওয়েজাটা আবার কে? নতুন নায়ক ? বলিউডের মাঠে জনি একেবারেই নতুন মুখ ৷ তবে এই জনির আরেকটি পরিচয় হল, নায়ক হরমান বাওয়েজার তুতো ভাই ৷ তবে জনি নায়ক হওয়ার আগেই বলিউড গুঞ্জনে অনেক আগেই এসে পড়েছিলেন জনি ৷ নানা মডেল, উঠতি নায়িকাদের সঙ্গে জমিয়ে প্রেম করে বেশ নাম কামিয়েছেন তিনি ৷
advertisement
তবে এই এমএমএস দেখে অনেকেই বলছে, ব্যাপারটা রীতিমতো প্ল্যানিং ৷ ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বোঝা যায় এমএমএস তৈরির জন্যই যেন পুরো ব্যাপারটি শ্যুট করা হয়েছে ৷ অনেকে মনে করছেন, জনি-র আসন্ন ছবির টিজার হতে পারে এই এমএমএস !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2016 11:53 AM IST