Bodhisattwor Bodhbuddhi: জি-তে নতুন ধাঁচের ধারাবাহিকে বিশ্বনাথ, সোনালী ও খুদে শিল্পী, বন্ধ হবে কোন মেগা?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বিশ্বনাথ বসু নিউজ১৮ বাংলাকে বললেন, ''এর আগে যে ভাল গল্প ধারাবাহিকে চলেনি, সেটা বলব না। 'সুবর্ণলতা', 'রাণি রাসমণী'র মতো মেগায় কাজ করেছি বলে জানি, ভাল কাজও কিন্তু মানুষ দেখেন।''
#কলকাতা: আসছে বোধি। সঙ্গে নিয়ে নতুন স্বাদ। নেই কূটকচালি, নেই সম্পর্কের জটিলতা, সব মিলিয়ে ভিন্ন আমেজ জি বাংলায়। 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি' ধারাবাহিকের প্রোমো মুক্তি পেল সম্প্রতি। যেখানে একঝাঁক তাবড় অভিনেতা অভিনেত্রীর দেখা মিলেছে। বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, সুমন্ত মুখোপাধ্যায়, সমতা দাস প্রমুখ। কিন্তু মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এক খুদে শিল্পী। তাঁর নাম এখনও প্রকাশ করতে রাজি নন নির্মাতারা। আপাতত নায়কের পরিচয় লুকিয়ে রাখা হয়েছে বলেই জানালেন ধারাবাহিকের পরিচালক রূপক দে। নিউজ১৮ বাংলাকে বললেন, ''বেশ একটা পরীক্ষামূলক কাজে নেমেছি আমরা।'' তাঁর গলার উত্তেজনাই বুঝিয়ে দিয়েছে, অনেক দিন পরে ছকভাঙা কাজে হাত দিয়েছেন তিনি।
অন্য দিক বিশ্বনাথ বসু নিউজ১৮ বাংলাকে বললেন, ''এর আগে যে ভাল গল্প ধারাবাহিকে চলেনি, সেটা বলব না। 'সুবর্ণলতা', 'রাণি রাসমণী'র মতো মেগায় কাজ করেছি বলে জানি, ভাল কাজও কিন্তু মানুষ দেখেন। আর এখন 'মিঠাই'ও কিন্তু বেশ সাড়া ফেলেছে। আমার ধারণা গল্প ভাল বলেই। তবে হ্যাঁ, 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'র ধরনটা একেবারে আলাদা। একটি বাচ্চা ছেলে, যে খুবই বুদ্ধিমান,. উৎসুক মনের অধিকারী, পুরনো দিনের জমজমাটি বাড়ির আমেজ রয়েছে। কূটকচালির কোনও আঁচ এখনও পাইনি। এ রকম কাজ আগে হয়নি। শহর থেকে গ্রামবাংলায় আসা বা গ্রাম থেকে শহরে আসা, এ রকম গল্প কিন্তু এখানে নেই।''
advertisement
advertisement
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, গোটা পরিবার ব্যাগ গোছাতে ব্যস্ত। বেড়াতে যাওয়া হবে। সেখানে ছোট ছোট টুকরো করে চরিত্রের আনাগোনা। হঠাৎ সবাই বোধিকে খুঁজতে শুরু করে। দেখা যায় ছোট্ট বোধি প্রবীণদের পোশাক সাদা পাঞ্জাবী পরে চলে এসেছে। কিন্তু ধুতি পরতে পারেনি খুদে। মাকে তাই ধুতি এগিয়ে দিয়ে বলছে, ''মা পরিয়ে দাও না।'' বোধিকে যখন জিজ্ঞাসা করা হয়, এমন পোশাক পরে কেন ঘুরতে যাবে সে? তার উত্তর, ''ঘুরত যাওয়ার আদর্শ পোশাক তো এটাই। বিদ্যাসাগর থেকে ভাল দাদু, সবাই তো এটাই পরে। ধুতি, পাঞ্জাবী বাঙালির ঐতিহ্য, তাই না?''
advertisement
advertisement
সবেমাত্র এক দিন প্রোমো শ্যুট করেছেন সকলে মিলে। আগামী ১০ জুন থেকে পুরোদমে শ্যুটিং শুরু হবে। সম্প্রচার শুরু হবে আগামী ২৭ জুন থেকে।
টেলিপাড়ায় প্রশ্ন, কোন ধারাবাহিক বন্ধ হয়ে সেই জায়গায় এই ধারাবাহিকটি দেখানো হবে? ধারাবাহিক প্রেমীদের মনে সেই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। নতুনকে স্বাগত জানানোর পাশাপাশি পুরনোক বিদায়ও বলতে হয়। বাদের তালিকায় এ বার কোন ধারাবাহিক?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 9:13 PM IST