‘আমার চুল ছেঁড়া যায়...’ রেগেমেগে বলে উঠলেন ঋত্বিক ! ভিডিও ভাইরাল
Last Updated:
শিরোনামে যে ব্যাপারটি রয়েছে, তা একেবারেই ফিল্মি ৷ আসলে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর গোটা রাগটাই তাঁর চুলের ওপর ! যে চুল নিয়ে এতদিন উৎসাহের কোনও কমতি ছিল না ৷ সেই চুলই এখন গায়েব!
#কলকাতা: শিরোনামে যে ব্যাপারটি রয়েছে, তা একেবারেই ফিল্মি ৷ আসলে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর গোটা রাগটাই তাঁর চুলের ওপর ! যে চুল নিয়ে এতদিন উৎসাহের কোনও কমতি ছিল না ৷ সেই চুলই এখন গায়েব!
ব্যাপারটা হল বলিউডে ‘বালা’ ও ‘উজড়ে চমন’ নিয়ে যখন নানা বিতর্ক ৷ ঠিক সেই সময়েই টলিউডে প্রকাশ পেল নতুন বাংলা ছবি ‘টেকো’ ট্রেলার ৷ এক ঝলকে মানুষ মনে করে বসল, বলিউডের বালা ও উজড়ে চমনের সঙ্গে তাল মিলিয়ে এবার টলিউডেও টেকো ! তবে পরিচালক অভিমন্যু আগেভাগে বলেই দিয়েছেন, ‘ট্রেলারটা দেখলেই বোঝা যাবে, বলিউডের ওই দুটো ছবি থেকে এটা কতটা আলাদা !’
advertisement
সে যাই হোক, ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে ‘টেকো’র ট্রেলার ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে ৷ সোশ্যাল মিডিয়াতেও এই ছবির ট্রেলার নিয়ে দারুণ উল্লাস ৷ একদিকে আয়ুষ্মান ‘বালা’ সেজে যেভাবে নজর কেড়েছেন, ঋত্বিকও কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়তে একেবারে রেডি টেকো হয়ে !
advertisement
ছবির পরিচালক অভিমন্যু ৷ ঋত্বিকের সঙ্গে এই ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকেও ৷
advertisement
দেখুন সেই ট্রেলার---
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2019 5:00 PM IST