New Bengali Film: পর্দায় তনুশ্রী-ঈশান জুটি! 'চিরসখা হে'-র ট্রেলার যেন ভালবাসার আখ্যান
- Published by:Salmali Das
Last Updated:
New Bengali Film: অর্ঘ দীপ চ্যাট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘ চিরসখা হে’-র গল্প আবর্তিত হয় ঈশান এবং তিলোত্তমাকে ঘিরে। ঈশানের চরিত্রে দেখা যাবে ঈশান মজুমদারকে এবং তিলোত্তমা হয়ে উঠেছেন তনুশ্রী চক্রবর্তী।
কলকাতাঃ ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবা কে হারিয়েছে সে । বছর দুয়েক হল জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তাদের আদিবাড়িতে। জেঠু শিবাশিষ একজন উকিল । ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। অন্য দিকে রয়েছে, তিলোত্তমা। তাঁর স্বামী মারা গিয়েছে বছর সাতেক আগে। শুধু তাই নয় , তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক কঠিন সত্য। প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো হাজির হয় ঈশান। এমনভাবেই শুরু হবে এ ছবির গল্প।
আরও পড়ুনঃ সাফল্য পেতেই 'নকল' করছেন শাহরুখকে? সলমনের ভোলবদল দেখে অবাক সকলেই
অর্ঘ দীপ চ্যাট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘চিরসখা হে’-র গল্প আবর্তিত হয় ঈশান এবং তিলোত্তমাকে ঘিরে। ঈশানের চরিত্রে দেখা যাবে ঈশান মজুমদারকে এবং তিলোত্তমা হয়ে উঠেছেন তনুশ্রী চক্রবর্তী। অতীতে ঈশানকে দেখা গিয়েছে ‘গুলদাস্তা’ ও ‘অভিযাত্রিক’ ছবিতে।এই ছবিতে ঈশান এবং তনুশ্রী ছাড়াও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠু চক্রবর্তী ও বরুণ চন্দকে। ভালোবসা, মান-অভিমান দিয়েই মোড়া চিত্রনাট্যটি বুনেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
সম্প্রতি, মুক্তি পেয়েছে এই ছবির ট্রলার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক থেকে ছবির কলাকুশলীরা। 'চিরসখা হে’-তে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌম্য রিত। ১০ মার্চ ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের সিনেমা ‘চিরসখা হে’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2023 7:44 PM IST







