Bengali Film Jaalbandi: রহস্যে মোড়া ছবি জলবন্দী, 'পিয়া জাগো' গানে মিলল ইঙ্গিত...

Last Updated:

সমরেশ মজুমদারের উপন্যাস জালবন্দী অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক পীযুষ সাহা৷

#কলকাতা: বাবার আকস্মিক মৃত্যুর পর ওলট পালট হয়ে যায় অনীশের জীবন৷ সংসার চালাতে এবং নিজের অস্বিত্ব বজায় রাখতে বীমা এজেন্ট হিসেবে কাজ শুরু করে সে৷ যে সব স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিল জীবন, তা ভেঙে যায় মুহূর্তে৷ এক অদ্ভূত সংগ্রামের মধ্যে দিয়ে এগোতে থাকে অনীশ৷ জড়িয়ে পড়ে নানা অযাচিত পরিস্থিতির জালে৷ তার জীবন ঘিরে ঘটে চলে নানা ঘটনা৷ শেষ পর্যন্ত এই জাল ছিঁড়ে বেড়িয়ে আসতে পারবে সে, সেই নিয়ে তৈরি ছবি জলবন্দী৷ প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোরের প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি৷ ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, প্রিন্স প্রাচুর্য, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রণজয়।
সেই ছবির গান 'পিয়া জাগো' রিলিজ করেছে ইতিমধ্যেই৷ মাত্র একদিনেই চার লক্ষ শ্রোতারা শুনে ফেলেছেন গানটি। সুর তাল ও গানের প্রশংসায় কমেন্টের বন্যা বইছে। গানটি গেয়েছেন ইশান মিত্র। সুর দিয়েছেন অমিত-ইশান।
advertisement
advertisement
রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর সমরেশ মজুমদারের উপন্যাস জালবন্দী৷ সেই উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক পীযুষ সাহা৷ ছবিটি মুক্তি পাচ্ছে জুন মাসের সতেরো তারিখে।
বারবার দর্শকদের নতুন ধরণের গল্প বলতে চেয়েছেন পরিচালক পীযূষ সাহা৷ নিজের ছবির মাধ্যমে তুলে এনেছেন নতুন নতুন মুখ৷ তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপোলী পর্দার সঙ্গে প্রথম পরিচয়। গ্যাঁড়াকল, তুলকালাম, কেল্লাফতে, রাজু আঙ্কেল, বাজিমাত, নীল আকাশের চাঁদনী, বেপরোয়া-এর মত সমস্ত হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও দিশা দেখিয়েছে। উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় তারকাদের। জালবন্দী ছবির মধ্যে দিয়ে আবার একদম নতুন মুখ 'প্রিন্স'কে দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film Jaalbandi: রহস্যে মোড়া ছবি জলবন্দী, 'পিয়া জাগো' গানে মিলল ইঙ্গিত...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement