সুচিত্রা সেন? নাকি বাংলার জমিদারগৃহিণী? পাওলির ছবি ঘিরে মুগ্ধতায় দ্বিধাবিভক্ত নেটিজেনরা

Last Updated:

দেবী চৌধুরাণীর সুচিত্রা সেন ? নাকি বাংলার চিরন্তন জমিদারগিন্নি? পাওলি দামের (Paoli Dam) সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা ৷

কলকাতা : দেবী চৌধুরাণীর সুচিত্রা সেন ? নাকি বাংলার চিরন্তন জমিদারগিন্নি? পাওলি দামের (Paoli Dam) সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা ৷
সাদাকালো ছবিতে পাওলি সেজেছেন সাবেজ সাজে ৷ তাঁর পরনে জরির কাজের জমকালো শাড়ি ৷ গলায় জড়োয়ার হার ৷ কানে ঝোলা দুল, টানা নথ, হাতে একগুচ্ছ চুড়ি, টিকলির সঙ্গে স্বপ্নালু দুই চোখ ৷ পাওলির দিক থেকে নেটিজেনদের চোখ ফেরানো দায় ৷ তাঁর সাজে বিশেষ মাত্রা যোগ করেছে মুক্তোর হেয়ারব্যান্ড ৷
অধিকাংশ নেটিজেন তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন সুচিত্রা সেনকে ৷ অবধারিতভাবে চলে এসেছে দুই নায়িকার মধ্যে তুলনামূলক চর্চাও ৷ প্রসঙ্গত ‘মহানায়ক’ ধারাবাহিকে পাওলিই ছিলেন সুচিত্রা সেনের ভূমিকায় ৷ উত্তমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
মাঝে মাঝেই নানা সাজে ফেসবুকে ছবি শেয়ার করেন ‘কালবেলা’-র মাধবীলতা পাওলি দাম ৷ এ ছাড়াও তাঁর ছবিতালিকায় উল্লেখযোগ্য হল ‘ছত্রাক’, ‘কণ্ঠ’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘থানা থেকে আসছি’, ‘কাগজের বউ’, ‘মনের মানুষ’ এবং ‘এলার চার অধ্যায়’৷
তবে বিনোদন জগতে পাওলির কাজ শুরু ছোট পর্দায় ৷ ১৯৯৯ সালে তিনি প্রথম কাজ করেন ‘জীবন নিয়ে খেলা’ ধারাবাহিকে ৷ এর পর তাঁকে দেখা গিয়েছে ‘তিথির অতিথি’, ‘সোনার হরিণ’-এর মতো কিছু ধারাবাহিকে৷ এক সময় ধারাবাহিক থেকে সরিয়ে মন দিয়েছিলেন ছবিতে ৷ দীর্ঘ বিরতি ভেঙে ২০১৬ সালে ফিরে আসেন ‘মহানায়ক’ ধারাবাহিকে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুচিত্রা সেন? নাকি বাংলার জমিদারগৃহিণী? পাওলির ছবি ঘিরে মুগ্ধতায় দ্বিধাবিভক্ত নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement