সুচিত্রা সেন? নাকি বাংলার জমিদারগৃহিণী? পাওলির ছবি ঘিরে মুগ্ধতায় দ্বিধাবিভক্ত নেটিজেনরা

Last Updated:

দেবী চৌধুরাণীর সুচিত্রা সেন ? নাকি বাংলার চিরন্তন জমিদারগিন্নি? পাওলি দামের (Paoli Dam) সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা ৷

কলকাতা : দেবী চৌধুরাণীর সুচিত্রা সেন ? নাকি বাংলার চিরন্তন জমিদারগিন্নি? পাওলি দামের (Paoli Dam) সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা ৷
সাদাকালো ছবিতে পাওলি সেজেছেন সাবেজ সাজে ৷ তাঁর পরনে জরির কাজের জমকালো শাড়ি ৷ গলায় জড়োয়ার হার ৷ কানে ঝোলা দুল, টানা নথ, হাতে একগুচ্ছ চুড়ি, টিকলির সঙ্গে স্বপ্নালু দুই চোখ ৷ পাওলির দিক থেকে নেটিজেনদের চোখ ফেরানো দায় ৷ তাঁর সাজে বিশেষ মাত্রা যোগ করেছে মুক্তোর হেয়ারব্যান্ড ৷
অধিকাংশ নেটিজেন তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন সুচিত্রা সেনকে ৷ অবধারিতভাবে চলে এসেছে দুই নায়িকার মধ্যে তুলনামূলক চর্চাও ৷ প্রসঙ্গত ‘মহানায়ক’ ধারাবাহিকে পাওলিই ছিলেন সুচিত্রা সেনের ভূমিকায় ৷ উত্তমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
মাঝে মাঝেই নানা সাজে ফেসবুকে ছবি শেয়ার করেন ‘কালবেলা’-র মাধবীলতা পাওলি দাম ৷ এ ছাড়াও তাঁর ছবিতালিকায় উল্লেখযোগ্য হল ‘ছত্রাক’, ‘কণ্ঠ’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘থানা থেকে আসছি’, ‘কাগজের বউ’, ‘মনের মানুষ’ এবং ‘এলার চার অধ্যায়’৷
তবে বিনোদন জগতে পাওলির কাজ শুরু ছোট পর্দায় ৷ ১৯৯৯ সালে তিনি প্রথম কাজ করেন ‘জীবন নিয়ে খেলা’ ধারাবাহিকে ৷ এর পর তাঁকে দেখা গিয়েছে ‘তিথির অতিথি’, ‘সোনার হরিণ’-এর মতো কিছু ধারাবাহিকে৷ এক সময় ধারাবাহিক থেকে সরিয়ে মন দিয়েছিলেন ছবিতে ৷ দীর্ঘ বিরতি ভেঙে ২০১৬ সালে ফিরে আসেন ‘মহানায়ক’ ধারাবাহিকে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুচিত্রা সেন? নাকি বাংলার জমিদারগৃহিণী? পাওলির ছবি ঘিরে মুগ্ধতায় দ্বিধাবিভক্ত নেটিজেনরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement