Neetu Singh: রণবীর, ঋদ্ধিমার সঙ্গে না থেকে ঋষি কপূরের মৃত্যুর পর থেকে কেন একা নীতু?

Last Updated:

ঋষি কপূরের মৃত্যুর পর থেকে মুম্বইয়ের বাড়িতে একাই থাকেন নীতু কপূর ৷ কেন তিনি তাঁর দুই সন্তানের সঙ্গে থাকেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী ৷

মুম্বই : গত বছর ঋষি কপূরের মৃত্যুর পর থেকে মুম্বইয়ের বাড়িতে একাই থাকেন নীতু কপূর ৷ কেন তিনি তাঁর দুই সন্তানের সঙ্গে থাকেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী ৷
নীতুর কথায়, ‘‘আমি চাই রণবীর এবং ঋদ্ধিমা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুক ৷ আমি তো ওদের বলি, আমার হৃদয়ে থাকো ৷ কিন্তু আমার মাথায় চড়ে বোসো না ৷ অতিমারিতে এক বছর ঋদ্ধিমা আমার সঙ্গে ছিল ৷ ও ফিরতে না পেরে আটকে গিয়েছিল বলে আমি যে কী চিন্তায় পড়ে গিয়েছিলাম! আমি শুধু ঋদ্ধিমাকে ফিরে যেতে বলতাম ৷ কারণ ভরত একা ছিল৷’’
advertisement
তিনি নিজের প্রাইভেসিকে ভালবাসেন ৷ জানিয়েছেন ঋষি-ঘরণি ৷ জানিয়েছেন এ ভাবে একা থাকতেই তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন ৷ এর আগে লকডাউনে দিল্লি থেকে তাঁর কাছে এসে অনেক দিন ছিলেন মেয়ে ঋদ্ধিমা ৷ সে সময় একসঙ্গে দীর্ঘ অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন মা-মেয়ে ৷
advertisement
কথায় কথায় নীতু ফিরে গিয়েছেন অতীতে ৷ জানিয়েছেন, ঋদ্ধিমা যখন তাঁদের ছেড়ে বিদেশে পড়তে গিয়েছিলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ সন্তানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি ৷ এতটাই দুর্বল ছিল মন, যখন অতিথিরা বিদায় জানাতেন তখনও তিনি কেঁদে ফেলতেন ৷ পরে যখন রণবীর বিদেশে পড়তে যান তখন আর এতটা দুর্বল হননি ৷ সে সময় মানসিক ভাবে অনেক বেশি প্রস্তুত ছিলেন ৷ জানিয়েছেন অতীতের জনপ্রিয় এই নায়িকা ৷ ছেলেমেয়েদের তিনি বলেছেন তাঁর সঙ্গে রোজ দেখা করার কোনও দরকার নেই ৷ যোগাযোগ থাকলেই হল ৷
advertisement
রাজ মেহতার ছবি ‘যুগ যুগ জিও’-তে এর পর দেখা যাবে নীতুকে ৷ এই ছবির নামভূমিকায় আছেন অনিল কপূর, বরুণ ধবন এবং কিয়ারা আডবাণী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neetu Singh: রণবীর, ঋদ্ধিমার সঙ্গে না থেকে ঋষি কপূরের মৃত্যুর পর থেকে কেন একা নীতু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement