শাহরুখ-কাজল পর্দায় এলেই হিট! ফের তিয়াসা ও নীলের প্রেমকাহিনি, মুখ খুললেন নায়ক

Last Updated:

মনে ভয় কাজ করছে কি? 'কৃষ্ণকলি'র সাফল্য়ের পর যদি নতুন ধারাবাহিককে বারবার আগের ধারাবাহিকের সঙ্গে তুলনা করা হয়? যদি দর্শক নীল-তিয়াসাকে নতুন রূপে মেনে না নেন?

#কলকাতা: খুব তাড়াতাড়ি পর্দায় আবার কৃষ্ণকলি আর নিখিল। ফের সেই বিখ্যাত, জনপ্রিয় জুটি! তিয়াসা লেপচা (রায়) এবং নীল ভট্টাচার্য। নতুন রূপে, নতুন গল্প নিয়ে। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের অনুরাগীরা এ বার অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁদের প্রিয় জুটিকে দেখার।
কবে আসবেন তাঁরা যুগল হয়ে?
নিউজ18 বাংলাকে নীল জানালেন, এখনও পর্যন্ত তেমন কোনও তথ্য তাঁর কাছে নেই। তিনি এইটুকুই জানেন যে তিনি তাঁর পুরনো নায়িকার সঙ্গে পর্দায় আসতে চলেছেন। শ্যুটিং শুরু হবে আগামী মাসের মাঝামাঝি। গল্প সম্পর্কেও কোনও ধারণা নেই তাঁর। তবে প্রেম তো আছেই। কী রূপে প্রেম আসবে, তার ধারণা নেই। 'কৃষ্ণকলি'র প্রযোজক সুশান্ত দাসের দৌলতেই তাঁরা আবার এক হচ্ছেন।
advertisement
advertisement
কিন্তু মনে ভয় কাজ করছে কি? 'কৃষ্ণকলি'র সাফল্য়ের পর যদি নতুন ধারাবাহিককে বারবার আগের ধারাবাহিকের সঙ্গে তুলনা করা হয়? যদি দর্শক নীল-তিয়াসাকে নতুন রূপে মেনে না নেন?
advertisement
নীল জানালেন, তিনি নেতিবাচক ভাবনাকে মনে স্থান দিতে রাজি নন। তিনি এবং তিয়াসা নিজেদের একশো শতাংশ দিয়ে চেষ্টা করবেন নতুন চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাঁর কথায়, ''শাহরুখ খান আর কাজল তো একাধিক বার পর্দায় জুটি বেঁধেছেন। প্রতি বারই হিট দিয়েছেন। আমি বলছি না, তিয়াসা আর আমি পর্দায় এলেই হিট হব। কিন্তু চেষ্টা তো করবই। সব থেকে বড় কথা, হিট আর ফ্লপ তো এখন বলিউডের বড় বড় প্রযোজক, তারকারাও নির্ধারণ করতে পারছেন না। তা বলে কি ছবি বানানো বন্ধ হয়ে যাচ্ছে? কোনও দিনও না। আমরাও চালিয়ে যাব। নিশ্চয়ই সফল হব।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ-কাজল পর্দায় এলেই হিট! ফের তিয়াসা ও নীলের প্রেমকাহিনি, মুখ খুললেন নায়ক
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement