‘উড়তা পঞ্জাব’ পেল ছাড়, সিবিএফসি-র নজরে এবার ‘হারামখোড়’

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক শেষ হতে না হতে, ফের বিতর্কের মুখে সিবিএফসি ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক শেষ হতে না হতে, ফের বিতর্কের মুখে সিবিএফসি ৷ ফের এক বলিউডি ছবির বিয়য়কে ‘আপত্তিকর’ জানিয়ে, ছবির মুক্তি আটকে দিল সিবিএফসি ৷ নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনিত পরিচালক শ্লক শর্মার ছবি ‘হারামখোড়’ নিয়ে ফের বিতর্ক জড়াতে চলল সিবিএফসি ৷
সম্প্রতি হাফিংটন পোস্টে এক সাক্ষাৎকারে ‘হারামখোড়’ ছবির প্রযোজক গুনীত মোঙ্গা জানিয়েছেন, ছবি নিয়ে সিবিএফসি-র আপত্তির কথা ৷

গুণীতের কথায়, ‘ছবিটি দেখে সিবিএফসি জানিয়েছে এই ছবির বিষয় আপত্তিকর ৷ তাই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া যাবে না !’

advertisement
শ্লক শর্মার ‘হারামখোড়’ ছবির বিষয় গৃহশিক্ষক ও ১৪ বছরের ছাত্রীর মধ্যে প্রেম ৷ আর এই বিষয়টিকেই ‘আপত্তিকর’ বলে দাবি করেছে সিবিএফসি ৷ ছবির টিমের কথায়, এই ধরণের ঘটনা তো বাস্তবে ঘটেই থাকে ৷ সুতরাং এই বিষয়টিকে কেন আপত্তিকর বলা হচ্ছে ?
advertisement
সিবিএফসিকে ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবি মুম্বই ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ৷ পুরস্কারও পেয়েছে এই ছবি ৷ এছাড়াও বহু বিদেশি চলচ্চিত্রেও দেখানো হয়েছে ‘হারামখোড়’ ৷
সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হারামখোড়’ ছবিটির বিষয়টির মধ্যে অনেক গভীর অর্থ রয়েছে ৷ একজন গৃহশিক্ষক সমাজে সম্মানীয় ব্যক্তি ৷ তিনি একজন ১৪ বছর বয়সি মেয়ের সঙ্গে প্রেম করছে, তা দেখানো হলে সমাজের পক্ষে ক্ষতিকর ৷ ছবিটি নিয়ে বিশেষ বৈঠক বসবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে !
advertisement
‘উড়তা পঞ্জাব’ নিয়ে এরকমই ঘটেছিল সিবিএফসির সঙ্গে ছবির টিমের ৷ আদালতেও পৌঁছে ছিল এই বিতর্ক ৷ তবে  ‘উড়তা পঞ্জাব’ বচসায় শেষমেশ জিতল ‘উড়তা পঞ্জাব’ই! আর নানা টানা হ্যাঁচড়ার পরেও, হেরে গেলেন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ মুম্বই হাইকোর্টের রায়ে ছবিটি মুক্তি পাবে যথা সময়েই ৷ সিবিএফসি-র আবেদন মেনে শুধুমাত্র একটি কাটের নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট ৷
advertisement
‘উড়তা পঞ্জাব’ পাশে পেল মুম্বই হাইকোর্টকে ৷ সোমবার চূড়ান্ত রায় দিয়ে মুম্বই হাইকোর্ট জানাল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’
advertisement
সোমবার মুম্বই হাইকোর্ট সিবিএফসি-র ভূমিকার সমালোচনা করে বলে, ‘সেন্সর করার এক্তিয়ার CBFC-র নেই ৷ ছবিতে কাটছাঁট যুক্তিযুক্ত নয় ৷ সৃজনশীলতায় হস্তক্ষেপ করা হচ্ছে ৷ এটা ঠিক নয় ৷ ’
সিবিএফসিকে তোপ দেগে মুম্বই হাইকোর্ট এদিন জানালেন, সেন্সর বলে কোনও কথা নেই ৷ সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে হবে ৷’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ পেল ছাড়, সিবিএফসি-র নজরে এবার ‘হারামখোড়’
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement