Navjot Singh Sidhu: পাঁচ বছর আগে কেন ছেড়েছিলেন কপিল শর্মার শো? বিরাট ঘটনা ফাঁস করলেন নভজ্যোত সিং সিধু... আবার ফিরছেন!
- Published by:Rachana Majumder
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Navjot Singh Sidhu: পুলওয়ামা জঙ্গি হানার বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সেই সময় কার্যত জনরোষের মুখে পড়েছিলেন সিধু। যার জেরে তাঁর জায়গায় অর্চনা পূরণ সিংকে আনতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট চ্যানেল।
মুম্বই: ২০১৯ সালে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে সরে গিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। আচমকা তাঁর এহেন পদক্ষেপে চমকে গিয়েছিলেন ভক্তরা। প্রায় পাঁচ বছর বাদে কমেডি কিং কপিলের নতুন শো-এ প্রত্যাবর্তন করছেন প্রাক্তন ক্রিকেট তারকা সিধু।
আসলে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি বিশেষ পর্বে উপস্থিত থাকতে চলেছেন নভজ্যোত সিং সিধু। যেখানে কেন তিনি শো ছেড়ে চলে গিয়েছিলেন, সে কথা ভাগ করে নিয়েছেন তিনি। এমনকী শো থেকে তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গেও কথা বলেছেন। তবে তখন মনে করা হয়েছিল যে, ওই সময় পুলওয়ামা জঙ্গি হামলার বিষয়ে মন্তব্য করার কারণে শো থেকে বেরিয়ে যেতে হয়েছিল সিধুকে। তবে এবার তিনি ইঙ্গিত দিলেন যে, তাঁর শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণ আরও অনেক জটিল।
advertisement
ইউটিউব চ্যানেল ‘দ্য গ্রেন টক শো’-এর সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে কপিল শর্মার সঙ্গে কাজ করার সুন্দর অভিজ্ঞতা তুলে ধরেছিলেন সিধু। সেই সঙ্গে ওই কমেডি তারকার সঙ্গে তাঁর যোগাযোগের কথাও আলোচনা করেছেন। সিধুর ব্যাখ্যা করে জানান যে, শুরুর দিন থেকে কপিল শর্মার শোয়ের বিভিন্ন সংস্করণের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ থেকে কপিলের প্রথম স্বীকৃতি লাভ করার কথা স্মরণ করেছিলেন। এমনকী নিজের অভিজ্ঞতার উল্লেখ করে কপিল শর্মার শো-কে তিনি ‘ঈশ্বরের তৈরি পুষ্কস্তবক’-এর তকমা দিয়েছিলেন।
advertisement
advertisement
এরপর ওই শো থেকে বেরিয়ে যাওয়ার কারণ সরাসরি ভাবে জানতে চাওয়া হয়েছিল সিধুর কাছে। জবাবে তিনি জানান, তাঁর শো থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাজনৈতিক কারণ। যদিও বিষয়টাকে বিশেষ ব্যাখ্যা করে বলতে চাননি তিনি।
advertisement
সিধুর কথায়, “আসলে রাজকনৈতিক কারণ ছিল। আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আরও বেশ কিছু কারণ ছিল। তাই আমার পথ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমার মনে অবশ্য একটা ইচ্ছা ছিল, আগের মতো সবটা হয়ে যাক। কপিলের শো খুবই ভাল চলছে। কপিল দারুণ একজন মানুষ।”
পুলওয়ামা জঙ্গি হানার বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সেই সময় কার্যত জনরোষের মুখে পড়েছিলেন সিধু। যার জেরে তাঁর জায়গায় অর্চনা পূরণ সিংকে আনতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট চ্যানেল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 5:07 PM IST