কলকাতার মঞ্চে নাসিরুদ্দিন শাহ-রজিত কাপুর, দমদম নাট্য উৎসবে মঞ্চস্থ হল আ ওয়াক ইন দ্য উডস্
Last Updated:
কলকাতার মঞ্চে নাসিরুদ্দিন শাহ নতুন নয়। কিন্তু অভিনেতা রজিত কপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রথম।
#কলকাতা: কলকাতার মঞ্চে নাসিরুদ্দিন শাহ নতুন নয়। কিন্তু অভিনেতা রজিত কপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রথম। সম্প্রতি দমদম নাট্য উৎসবে মঞ্চস্থ হল আ ওয়াক ইন দ্য উডস্। মঞ্চে দু-জনের অভিনয়ের ম্যাজিক দেখতে উপচে পড়েছিল ভিড়।
নাটকটি পরিচালনা করেছেন রত্না পাঠক শাহ। সব মিলিয়ে এক জমজমাট নাটকের সাক্ষী থাকলেন দর্শক। ন-দিনে এগারোটা নাটক দেখানো হয়েছে। ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, ইটিভি নিউজ বাংলা। .
আমেরিকান নাট্যকার লি ব্লেসিংস এর লেখা নাটক আ ওয়াক ইন দ্য উডস্। নাটকে মুখোমুখি হয় দুই অস্ত্র ব্যবসায়ী। একজন রুশ ও অন্যজন আমেরিকান। দুই দেশের ঠাণ্ডা যুদ্ধের পটভূমিকায় এই নাটক বার্তা দেয় যুদ্ধবিরোধিতার। এই নাটকই সম্প্রতি অনুষ্ঠিত হল দমদম নাট্য উৎসবে।
advertisement
advertisement
এই দুই অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও রজিত কপুর। দুই নাট্যব্যত্বের পারফরমেন্স দেখতে ভিড় উপচে পড়ে। নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুও জানালেন দমদম নাট্য উৎসব আর পাঁচটা নাট্য উৎসবের থেকে আলাদা। আহ্বায়ক বরুণ নন্দী ও পৃথ্বীশ রাণার জন্যই এই উৎসব সফল হয়েছে। সব মিলিয়ে এক জমজমাট নাটকের সাক্ষী থাকলেন দর্শক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2017 4:52 PM IST