#মুম্বই: ঠিক নিজের ছবি ‘ছপক’ যখন মুক্তি পাবে, তার আগেই বিতর্ককে এক পাশে রেখে জেএনইউ ক্যাম্পাসে পা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ পাশে দাঁড়িয়েছিলেন পড়ুয়াদের ৷ দীপিকা জেএনইউ যাওয়া নিয়ে বিতর্কও ওঠে প্রচুর ৷ অনেকে তো দীপিকার ছবি বয়কট করারও ডাক দেন !
দীপিকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন ৷ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নাসির জানিয়েছেন, ‘দীপিকার মতো সাহসী হতে হবে ৷ ’
নাসিরুদ্দিন আরও বলেন, ‘বলিউডে অনেকেই চুপ করে আছেন ৷ চুপ করে রয়েছেন নিজেদের ইমেজকে বাঁচানোর জন্য ৷ চুপ করে আছেন সিনেমা, ব্যবসা হারানো জন্য ৷ তবে দীপিকা সেটা ভাবেননি ৷ দীপিকার মতো সাহস তো সবার নেই ! এটাই বিচক্ষণতার লক্ষণ ৷’
তবে দীপিকার প্রশংসা করলেও, এনআরসি ইস্যু ও জেএনইউ কাণ্ডে অভিনেতা অনুপম খেরের অবস্থানকে ‘জোকার’-এর সঙ্গে তুলনা করেছেন নাসিরুদ্দিন শাহ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, JNU, Naseeruddin Shah