• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘দীপিকার মতো সাহসী হতে হবে’, JNU কাণ্ডে দীপিকাকে সমর্থন নাসিরুদ্দিনের

‘দীপিকার মতো সাহসী হতে হবে’, JNU কাণ্ডে দীপিকাকে সমর্থন নাসিরুদ্দিনের

ঠিক নিজের ছবি ‘ছপক’ যখন মুক্তি পাবে, তার আগেই বিতর্ককে এক পাশে রেখে জেএনইউ ক্যাম্পাসে পা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷

ঠিক নিজের ছবি ‘ছপক’ যখন মুক্তি পাবে, তার আগেই বিতর্ককে এক পাশে রেখে জেএনইউ ক্যাম্পাসে পা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷

ঠিক নিজের ছবি ‘ছপক’ যখন মুক্তি পাবে, তার আগেই বিতর্ককে এক পাশে রেখে জেএনইউ ক্যাম্পাসে পা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷

 • Share this:

  #মুম্বই: ঠিক নিজের ছবি ‘ছপক’ যখন মুক্তি পাবে, তার আগেই বিতর্ককে এক পাশে রেখে জেএনইউ ক্যাম্পাসে পা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ পাশে দাঁড়িয়েছিলেন পড়ুয়াদের ৷ দীপিকা জেএনইউ যাওয়া নিয়ে বিতর্কও ওঠে প্রচুর ৷ অনেকে তো দীপিকার ছবি বয়কট করারও ডাক দেন !

  দীপিকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন ৷ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নাসির জানিয়েছেন, ‘দীপিকার মতো সাহসী হতে হবে ৷ ’

  নাসিরুদ্দিন আরও বলেন, ‘বলিউডে অনেকেই চুপ করে আছেন ৷ চুপ করে রয়েছেন নিজেদের ইমেজকে বাঁচানোর জন্য ৷ চুপ করে আছেন সিনেমা, ব্যবসা হারানো জন্য ৷ তবে দীপিকা সেটা ভাবেননি ৷ দীপিকার মতো সাহস তো সবার নেই ! এটাই বিচক্ষণতার লক্ষণ ৷’

  তবে দীপিকার প্রশংসা করলেও, এনআরসি ইস্যু ও জেএনইউ কাণ্ডে অভিনেতা অনুপম খেরের অবস্থানকে ‘জোকার’-এর সঙ্গে তুলনা করেছেন নাসিরুদ্দিন শাহ ৷

  Published by:Akash Misra
  First published: