টুইঙ্কল খান্নার কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন !

Last Updated:

শেষমেশ ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ ৷ ক্ষমা চাইলেন রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্নার কাছে ৷

#মুম্বই: শেষমেশ ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ ৷ ক্ষমা চাইলেন রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্নার কাছে ৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপারস্টার রাজেশ খান্নাকে ‘খারাপ অভিনেতা’ বলে মন্তব্য করেন ৷ সাক্ষাৎকারে নাসির বলেন, ‘সত্তর দশকের বলিউউ সিনেমা ছিল একেবারে মধ্যমেধার ৷ এই সময়ই সিনেমায় পা রেখেছিলেন রাজেশ খান্না ৷ রাজেশ খান্না সুপারস্টার ৷ কিন্তু আমার মনে হয় তাঁর অভিনয় খুবই দুর্বল ছিল ৷ একেবারে মাঝারি মাপের ৷’
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্য শুনে রীতিমতো অসন্তুষ্ঠ হন রাজেশ কন্যা টুইঙ্কল ৷ মুখে জবাব না দিয়ে, সদ্য লেখিকা নামে জনপ্রিয় হওয়া টুইঙ্কল ট্যুইটারে নাসিরুদ্দিনের মন্তব্যের জবাব দেন ৷ টুইঙ্কল লেখেন, ‘জীবিত ব্যক্তিকে সম্মান করতে না পারলেও, মৃত ব্যক্তিকে সম্মান করা শিখুন ৷ কারণ, মৃত ব্যক্তি আপনার মন্তব্যের সঠিক জবাব দিতে পারবে না ৷ এটা কোন ধরণের মেধা !’ টুইঙ্কলের এই ট্যুইটকে সমর্থন করেন পরিচাল করণ জোহর ৷ ততবে শুধু টুইঙ্কলই নয়, নাসিরের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউডের অনেকেই ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
টুইঙ্কল খান্নার কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement