প্রাণ বাঁচাতেই নাকি দেশ ছেড়ে ছিলেন নার্গিস !

Last Updated:

হ্যাঁ এরকমটাই নাকি করেছিলেন নার্গিস ৷ নিজের প্রাণ বাঁচাতেই দ্রুত দেশে ছেড়ে পালিয়ে ছিলেন দূর আমেরিকায় !

#মুম্বই: হ্যাঁ এরকমটাই নাকি করেছিলেন নার্গিস ৷ নিজের প্রাণ বাঁচাতেই দ্রুত দেশে ছেড়ে পালিয়ে ছিলেন দূর আমেরিকায় ! কিছুদিন ওখানে থাকা পর সবই নাকি এখন স্বাভাবিক ৷ তাই তো দেশেও ফিরে এসেছেন তিনি ৷ তা এমন কী ঘটেছিল নার্গিসের সঙ্গে ৷ যার কারণে, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি !
খবরে এসেছিলে গুঞ্জনে থাকা নার্গিসের বয়ফ্রেন্ড উদয় চোপড়া নাকি ধোকা দিয়েছেন নার্গিসকে ৷ আর সেই দুঃখেই নাকি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে ছিলেন নার্গিস ৷
সম্প্রতি নার্গিসের নতুন ছবি ‘ব্যাঞ্জো’র প্রোমোশনে এসে নার্গিস ফকরি এক ইংরেজি দৈনিককে জানালেন, ‘আমি জানি আমার বিদেশে যাওয়া নিয়ে নানারকম গল্প রটেছে গোটা বলিউডে ৷ কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, এরকম কিছু ঘটনাই নয় ৷ আমি আর্সেনিক ও লিডে আক্রান্ত হয়েছিলাম ৷ আর আমার প্রাণ চলে যেতে পারত , এরফলে ৷ আমি তাই বেশি দেরি করিনি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম চিকিৎসার জন্য ৷ এখন আমি ভালো আছি ৷ ওখানে গিয়ে আয়ূর্বেদিক চিকিৎসা করেছি ৷ ’
advertisement
advertisement
নতুন ছবি ‘ব্যাঞ্জো’তে নার্গিসের সঙ্গে দেখা যাবে রীতেশ দেশমুখকে ৷ মিউজিকের ওপর নির্ভর করে এই ছবি পুরোপুরিই ভালোবাসার গল্প বলবে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাণ বাঁচাতেই নাকি দেশ ছেড়ে ছিলেন নার্গিস !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement