Home /News /entertainment /
সেলফি তুলতে চাইলে ফ্যানকে চড় মারলেন দক্ষিণী নায়ক !

সেলফি তুলতে চাইলে ফ্যানকে চড় মারলেন দক্ষিণী নায়ক !

ফের বিতর্কে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বালাকৃষ্ণা ৷ এবারও ফ্যানের গায়ে হাত তুলে খবরের শিরোনামে উঠে এলেন তিনি ৷

 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: ফের বিতর্কে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বালাকৃষ্ণা ৷ এবারও ফ্যানের গায়ে হাত তুলে খবরের শিরোনামে উঠে এলেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে নন্দিয়ালে ৷

  বৃহস্পতিবার নন্দিয়ালে ভোটের প্রচারে গিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় নায়ক নন্দামুরি বালাকৃষ্ণা ৷ হোটেল প্রবেশ করা মুখে নায়কের ফ্যানেরা ভিড় করেন ৷ আর তখনই এক ফ্যান প্রায় ঝাঁপিয়ে পড়েন নায়কের ওপর ৷ আর নায়কের সঙ্গে সেলফি তুলতে গেলেই শুরু হয় বিপত্তি ! বালাকৃষ্ণা সোজা চড় মারেন ফ্যানের গালে ৷

  এই ঘটনা প্রথম নয়, এর আগেও সেলফি তোলার জন্য ফ্যানকে চড় খেতে হয়েছিল বালাকৃষ্ণার হাতে ৷ শুধু তাই নয়, পরিচালক কে এস রবি-র সিনেমার শ্যুটিংয়ে অ্যাসিস্টেন্ট পরিচালককে চড় মারেন বালাকৃষ্ণা ৷ শুধু তাই নয়, শ্যুটিং ফ্লোরে অভব্য আচরণের জন্যও বার বার খবরের শিরোনামে উঠে আসেন এই দক্ষিণ নায়ক !

  First published:

  Tags: Fan, Nandamuri Balakrishna, Slap, Tollywood