'মন্ত্রী হতে পারতাম', কেন রাজনীতিতে জড়ালেন না নচিকেতা! বিরাট রহস্য ফাঁস
- Published by:Suman Majumder
Last Updated:
Nachiketa Chakraborty: কেন রাজনীতিতে নামার অফার থাকলেও গ্রহণ করেননি নচিকেতা! উত্তর শুনে নিন তাঁর নিজের মুখেই।
ঢাকা: জীবন নিয়ে গান। বাদ যায়নি রাজনীতির প্রেক্ষাপট। তাঁর গানে জীবন-রাজনীতি-প্রেম সবই থাকে। তবে তিনি নিজে প্রত্যক্ষ রাজনীতিতে জড়াননি কখনও। নচিকেতা চক্রবর্তীর কাছে রাজনীতির আঙিনায় পা দেওয়া অফার ছিল। তবুও তিনি সে পথে পা বাড়াননি।
ভক্তদের মনে রয়েছেন বছরের পর বছর ধরে। রাজনীতিতে জড়ালে তাঁর ব্যপ্তি হয়তো আরও বেশি হত! তবুও তিনি সেই পথে হাঁটেননি। কেন? কেন রাজনীতিতে নামার প্রস্তাব থাকলেও তিনি তা গ্রহণ করেননি! সেই ব্যাপারে নচিকেতা চক্রবর্তী বিরাট রহস্য ফাঁস করেছে সম্প্রতি।
আরও পড়ুন- খোলা শরীরে লেখা 'উইল ইউ ম্যারি মি', গোয়ায় বাঙালি অভিনেত্রী কৃষ্ণার বিয়ে, দেখুন
২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এপার বাংলার কিংবদন্তি গায়ক। ওপার বাংলার প্রথম সারির দৈনিক 'প্রথম আলো'-কে একটি সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই নচিকেতা জানান, কেন প্রস্তাব থাকলেও তিনি রাজনীতিতে নামেননি!
advertisement
advertisement
বাংলাদেশে চাঁদপুরে সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নচিকেতা। নচিকেতাকে কাছে পেয়ে গান শোনার আবদার মিটিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ। নচিকেতা গানের মাঝে রাজনীতি নিয়েও বেশ কিছু উল্লেখযোগ্য মন্তব্য় করেছেন।
নচিকেতা চক্রবর্তী বলেছেন, ''অফার ছিল। তবে আমি রাজনীতিতে নামার সব প্রত্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখান করেছি। আমি আসলে মাথা গরম লোক। হিপোক্রিট হতে পারব না। আমার গানে বঞ্চিতদের কথা থাকে। আমি সাংসদ হলে সংসদে যাব না, মিটিংয়ে থাকব না। আমার জায়গায় অন্য কেউ সেসব করবে, এটা আমার পছন্দ নয়।''
advertisement
আরও পড়ুন- নায়িকার সঙ্গে সেটে চরম দুর্ব্যবহার! আমিরের উপর রেগে কাঁই বলিউড কাঁপানো সুন্দরী
নচিকেতা আরও বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিটাই এই পৃথিবীতে একমাত্র শুনি। আমি আজও কমিউনিস্ট। কিন্তু আমি কোনও দলে নেই।রাজনীতিতে আমনি প্রাইভেট পার্টি করি।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 2:48 PM IST