তাঁদের জুটি আজও চর্চিত। পর্দায় দু'জনের রসায়ন এক সময় হিল্লোল তুলেছিল দর্শক-মনে। কিন্তু বাস্তবে নাকি নায়ক-নায়িকার সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। আমির খান-মনীষা কৈরালার সম্পর্ক নিয়ে এক সময়ে জলঘোলা কম হয়নি।
2/ 7
শোনা যায়, নায়িকাকে এক প্রকার এড়িয়ে চলতেন নায়ক। আর সেখান থেকেই যাবতীয় সমস্য়ার সূত্রপাত।
3/ 7
'আকেলে হাম আকেলে তুম', 'মন'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন মনীষা এবং আমির। বক্স অফিসে এসেছে সাফল্য়।
4/ 7
কিন্তু 'আকেলে হাম...'-এর সেটে নাকি মনীষার সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন আমির। সহকর্মীর সান্নিধ্য় এড়িয়ে যেতেন। অভিনেতার এই আচরণে ব্য়থিত হয়েছিলেন মনীষা।
5/ 7
অভিনেত্রী সিমি গেরেওয়াল এ বিষয়ে আমিরকে তাঁর টক শো রঁদেভু-তে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন, কেন মনীষার সঙ্গে এমন আচরণ করেছিলেন আমির।
6/ 7
অভিনেতা জানিয়েছিলেন, মনীষার সঙ্গে তাঁর কোনও সমস্য়া নেই। নিছক ছবির স্বার্থেই নাকি নায়িকার সঙ্গে এমন আচরণ করছিলেন আমির।
7/ 7
তিনি বলেন, "চিত্রনাট্য়ের খাতিরে আমাকে ওরকম করতে হয়েছিল।" আমীর এও জানান, মনীষা তাঁর উপর প্রবল চটেছিলেন। কিন্তু নিছকই ছবি এবং চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য় করে তোলার খাতিরে এমনটা করেছিলেন তিনি।
Aamir Khan Birthday: নায়িকার সঙ্গে সেটে চরম দুর্ব্যবহার! আমিরের উপর রেগে কাঁই বলিউড কাঁপানো সুন্দরী
তাঁদের জুটি আজও চর্চিত। পর্দায় দু'জনের রসায়ন এক সময় হিল্লোল তুলেছিল দর্শক-মনে। কিন্তু বাস্তবে নাকি নায়ক-নায়িকার সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। আমির খান-মনীষা কৈরালার সম্পর্ক নিয়ে এক সময়ে জলঘোলা কম হয়নি।
Aamir Khan Birthday: নায়িকার সঙ্গে সেটে চরম দুর্ব্যবহার! আমিরের উপর রেগে কাঁই বলিউড কাঁপানো সুন্দরী
তিনি বলেন, "চিত্রনাট্য়ের খাতিরে আমাকে ওরকম করতে হয়েছিল।" আমীর এও জানান, মনীষা তাঁর উপর প্রবল চটেছিলেন। কিন্তু নিছকই ছবি এবং চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য় করে তোলার খাতিরে এমনটা করেছিলেন তিনি।