Home /News /entertainment /
Bismillah: জন্মাষ্টমীতে 'বিসমিল্লা', ঋদ্ধি-কৌশিক-শুভশ্রীকে নিয়ে সুরেলা যাত্রায় ইন্দ্রদীপ

Bismillah: জন্মাষ্টমীতে 'বিসমিল্লা', ঋদ্ধি-কৌশিক-শুভশ্রীকে নিয়ে সুরেলা যাত্রায় ইন্দ্রদীপ

ছবিতে সুর দিয়েছেন খোদ ইন্দ্রদীপ। কথা দিয়েছেন শ্রীজাত এবং ঋতম সেন। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, অদিতি মুন্সী, সৌম্যদীর মুর্শিদাবাদি, রূপঙ্কর বাগচী প্রমুখ।

 • Share this:

  #কলকাতা: 'কেদারা' এবং 'কোল্ড ফায়ার'-এর পর আবার পরিচালকের ভূমিকায় সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুরে সুরেই তৈরি করেছেন তাঁর নতুন ছবি 'বিসমিল্লা'। প্রখ্যাত সানাইবাদকের গল্প নয়, কিন্তু প্রেম আর ধর্মের মিলন আছে এই ছবিতে। সর্বধর্ম সমন্বয় আর প্রেম তো একই সুতোয় গাঁথা। সে কথাই মনে করিয়ে দিতে চান ইন্দ্রদীপ।

  ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে এল সম্প্রতি। বেশি দেরি নেই। আগামী ১৯ অগস্ট, জন্মাষ্টমীর দিন, এক রাধা-কৃষ্ণের প্রেমের ছবি মুক্তি পাবে। ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি প্রযোজনায় রয়েছে সমীরণ দাসের 'কালাইডোস্কোপ'। আরও কয়েক জন তাবড় তাবড় অভিনেতা এই ছবিতে কাজ করেছেন, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, ঋক দাস প্রমুখ।

  আরও পড়ুন: 'কই, ছেলেদের তো এত কথা বলাই হয় না', বিয়ে নিয়ে বিস্ফোরক তনুশ্রী!

  ছবিতে সুর দিয়েছেন খোদ ইন্দ্রদীপ। কথা দিয়েছেন শ্রীজাত এবং ঋতম সেন। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, অদিতি মুন্সী, সৌম্যদীর মুর্শিদাবাদি, রূপঙ্কর বাগচী, শোভন মজুমদার, দেবশ্রী মুখোপাধ্যায়, অমৃতা সিং এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

  ছবির শিরোনামেই সঙ্গীতের অনুষঙ্গ রয়েছে। তাই গান-ভিত্তিক ছবি বললে অত্যুক্তি হবে না। একটি সুরেলা পরিবারে বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ। আর তার পরেই গল্পের মোড়।

  আরও পড়ুন: দিতিপ্রিয়ার প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, সেরা বাংলা ছবি শুভ্রজিতের 'অভিযাত্রিক'

  ছবিতে ক্যামেরার কাজ করেছেন শুভঙ্কর ভর। অভিনয়ের পাশাপাশি ছবিতে কথা যোগ করেছেন পদ্মনাভ। ছবিটি এডিট করেছেন সুজয় দত্ত রায়। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডুর হাতের জাদুতে সেজে উঠেছে সবকটি চরিত্র।

  Published by:Teesta Barman
  First published:

  Tags: Actress Subhashree ganguly, Arijit Singh, Bismillah, Kaushik Ganguly, Riddhi Sen

  পরবর্তী খবর