বড় পর্দায় ফিরছে মুন্নাভাই, সার্কিট! খুশির খবর নিজেই শেয়ার করলেন সঞ্জয় দত্ত
- Published by:Anulekha Kar
Last Updated:
অবশেষে সেই প্রতীক্ষার অবসান হচ্ছে বলা চলে।
ফের বড় পর্দায় দেখা যাবে মুন্নাভাই ও সার্কিটের বন্ধুত্ব। ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সিকে। ২ অভিনেতাকে এক স্ক্রিনে বহুদিন দেখেননি দর্শকরা। বহু বছর ধরেই এই বন্ধুত্ব ফের দেখতে চেয়েছিলেন সিনেপ্রেমীরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হচ্ছে বলা চলে।
প্রায় একযুগেরও বেশি সময় পরে ফের একসঙ্গে দেখা যাবে এই ২ অভিনেতাকে। সম্প্রতি নিজের প্রোফাইল থেকেই ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। পোস্টারে জেলের ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ২ অভিনেতাকে। জেলে বন্দি অপরাধিদের পোশাক পরেই দাঁড়িয়ে আছেন ২ অভিনেতা।
advertisement
advertisement
ছবিটি শেয়ার করে ক্যাপশানে সঞ্জয় লিখেছেন, 'আমাদের অপেক্ষা আপনার থেকেও বেশি ছিল। তবে অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। আবার একসঙ্গে আসছি আমার ভাই আরশাদ ওয়ার্সির সঙ্গে।'
advertisement
এই পোস্টারটি শেয়ার হওয়া মাত্রই আনন্দের ফোয়ারা উঠেছে সিনেপ্রমীদের মনে। যদিও ছবির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ২ অভিনেতাকে ফের একসঙ্গে দেখার জন্য অধীর অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 6:00 PM IST