#নয়াদিল্লি: আনলক ২ তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ ৷ ইতিমধ্যেই খুলেছে শপিংমল, কফিশপ, দোকান-বাজার ৷ তবে কেন খোলার অনুমতি মিলছে না দেশের মাল্টিপ্লেক্সগুলোকে?সম্প্রতি মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্দেশ্যে এক অনুরোধ পত্র প্রকাশ করা হল, যেখানে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হল, বরাবরাই দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে আমরা জড়িত রয়েছি ৷ বলা ভালো দেশের অর্থনীতি, বিশেষ করে বিনোদন জগতের উন্নয়ন ও ব্যবসার মেরুদণ্ড এই মাল্টিপ্লেক্স৷ সেখানে non-containment জোনে মাল্টিপ্লেক্স খোলার অনুমতি কেন দিচ্ছে না সরকার ? লকডাউনের পর থেকেই স্তব্ধ রয়েছে মাল্টিপ্লেক্স ৷ এই মাল্টিপ্লেক্সের সঙ্গে সরাসরিভাবে জড়িত রয়েছে প্রচুর মানুষ ৷ যাদের রোজগার এখন আটকে ৷ শুধু তাই নয়, সিনেমা জগতের প্রযোজক থেকে শুরু করে পরিচালক, অভিনেতা, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, ডিস্ট্রিবিউটার সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এর সঙ্গে ৷
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, অন্যান্য সেক্টরের মতো করোনা মোকাবিলায় সমস্তরকম গাইডলাইন মেনে চলতে রাজি মাল্টিপ্লেক্স ৷ দেখা হবে দর্শকদের স্বাস্থ্যের দিকও ৷ মানুষকে সচেতনও করা হবে ৷ অন্যান্য দেশে যেভাবে মাল্টিপ্লেক্স খোলার অনুমতি মিলেছে ৷ এখানেও দেওয়া উচিত বলে মনে করছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Multiplex