বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিটির ট্রেলার প্রকাশিত হল। ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে রয়েছে বঙ্গবন্ধুরই জীবনের এক ঝলক। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় এই ট্রেলার।
ফ্রান্সে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরত ইমরোজ তিশা-সহ অনেকেই। ছবিটির বিভিন্ন চরিত্রেঅভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা, নুসরত ফারিয়া, চঞ্চল চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। তবে কান-প্রাঙ্গণে মুজিবের পোস্টার দেখে মুগ্ধ ভক্তকুল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cannes 2022