'তুমি ভালো আছো? আমি ভালো নেই,' মৃত্যুর আগে কেন এমন লিখেছিলেন পরিচালক ?

Last Updated:
#কলকাতা: তবে কী তিনি মৃত্যু টের পেয়েছিলেন ? তাই এমন লিখেছিলেন মৃত্যুর আগে ৷ খ্যাতনামা এই পরিচালক মৃণাল সেনের এই লেখা কটা শব্দ যেন মনে চাপ সৃষ্টি করছে তাঁর অনুরাগীদের ৷ তিনি লিখেছিলেন তুমি ভালো আছো? আমি ভাল নেই কাঁপা কাঁপা হাতে তাঁর এই লেখা, মৃত্যুর পর তাঁর ছেলে কুণাল প্রকাশ্যে এনেছেন ৷ খুব স্বাভাবিক এর উত্তর আর পাওয়া সম্ভব নয় ৷
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ৷ অনেকদিন ধরেই তিনি বয়সজনিত কারণে ভুগছিলেন ৷ শেষের দিকে তাঁর কথাও জড়িয়ে গিয়েছিল ৷ খুব বেশি তিনি জনসমক্ষে আসতেও পারতেন না ৷ তবে বাঙলার এই প্রবাদপ্রতীম পরিচালককে নিয়ে আগ্রহ তো কোনদিনও কমবে না ৷ তাই মৃত্যুর পর তাঁর এই লেখা প্রকাশ্যে আসায় চর্চা শুরু হয়েছে ৷
advertisement
advertisement
এই লেখাটি নিয়ে সবথেকে বেশি দুঃখ পেয়েছেন তাঁর ছেলে ৷ তিনি প্রবাসী ৷ বাবাকে ছেড়েই থাকতে হত তাঁকে ৷ বাবাও ভুগতেন একাকীত্বে ৷ এটাই ছিল তাঁর অসহায়তা ৷ পুত্র কুণাল এমনই লিখেছেন ফেসবুক পোস্টে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তুমি ভালো আছো? আমি ভালো নেই,' মৃত্যুর আগে কেন এমন লিখেছিলেন পরিচালক ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement