Nusrat Jahan: 'মেদ'-কে বলুন 'বাই বাই'! ছিপছিপে ফিগারের রহস্য কী জানেন? পুজোর আগে বড় চমক নুসরতের

Last Updated:

Nusrat Jahan: টলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরত জাহান৷ ছেলে-পরিবার-অভিনয়-রাজনীতি সবটা সামলেও তিনি তাক লাগিয়ে দিচ্ছেন৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সাংসদ অভিনেত্রী৷

পুজোর আগে বড় চমক নুসরতের
পুজোর আগে বড় চমক নুসরতের
কলকাতা: শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন৷ আর মাত্র কয়েকদিন৷ চলছে শেষমুহূর্তের প্রস্তুতি৷ কড়া ডায়েট, জিম এই নিয়ে ব্যস্ত জেনওয়াইরা৷ যে কোনওভাবেই ওজন কমিয়ে রোগা হতে হবে৷ তারকারাও সামিল এই দৌঁড়ে৷ অভিনয় ও রাজনীতির কাজ সামলেও নিজেকে ধরে রেখেছেন নুসরত জাহান৷
টলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরত জাহান৷ ছেলে-পরিবার-অভিনয়-রাজনীতি সবটা সামলেও তিনি তাক লাগিয়ে দিচ্ছেন৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে বহুবার প্রমাণও করেছেন ঠিক কতটা ফিট তিনি৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সাংসদ অভিনেত্রী৷ ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ডেনিম জিন্স ও ক্রপ টপ পরে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান৷ খোলা চুল, নো মেক আপ লুকে অভিনেত্রীর এই ছবিতে কমেন্টের বন্যা৷ শরীরে মেদ ছিটেফোঁটাও নেই৷ ছিপছিপে ফিগারের রহস্য কী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷ এক সন্তানের মা হওয়ার পরও নির্মেদ শরীরে সবাইকে অবাক করে দিয়েছেন নুসরত জাহান৷
advertisement
বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। যদিও শিরোনামে থাকতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা সকলেরই জানা।টলিপাড়ার কন্ট্রোভার্সি ক্যুইন তথা এমপি সাংসদ নুসরত জাহান এখন টক অফ দ্য টাউন৷ রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে টলি নায়িকার বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠতেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া৷ সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন নুসরত৷ ওই প্রতারণার টাকায় নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেই অভিযোগ উঠেছে৷  বিতর্ক চললেও সেই সবকিছুকে উপেক্ষা করে নিজের সৌন্দর্য ধরে রাখতে কঠোর শরীরচর্চা ও কড়া ডায়েটের মধ্যে থাকেন টলি অভিনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan: 'মেদ'-কে বলুন 'বাই বাই'! ছিপছিপে ফিগারের রহস্য কী জানেন? পুজোর আগে বড় চমক নুসরতের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement