অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের বাড়ির পরিচারিকা গ্রেফতার
Last Updated:
#মুম্বই: চুরির অভিযোগে গ্রেফতার করা হল অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের বাড়ির পরিচারিকাকে।
জানা গিয়েছে, গত সপ্তাহে বেশ কয়েকদিন মুম্বইয়ের খার-এর বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে, তিনি না থাকলেও, বাড়িতে ছিলেন ৩ জন পরিচারক, পরিচারিকা, যাঁদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। মৌসুমী চট্টোপাধ্যায় ফিরে আসার পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য-- সোনার বালা, নগদ ১ লক্ষ টাকাসহ আরও বেশ কিছু মূল্যবান জিনিস বাড়ি থেকে উধাও !
advertisement
এরপরই খার থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তদন্তে পুলিশ তাঁর বাড়ির পরিচারক, পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু ২ জন পরিচারিকার মধ্যে সুনিতা নামের এক পরিচারিকা নিখোঁজ ছিলেন । পুলিশ তাঁর খোঁজে মৌসুমীর সান্তাক্রুজের বাড়িতে হাজির হন। সেখান থেকেই গ্রেফতার করা হয় সুনিতাকে।
advertisement
সুনিতার প্রতিবেশীরা জানান, তিনি নাকি সোনার দোকানে গিয়েছিলেন। সেখানে হানা দিয়ে পুলিশ চুরি যাওয়া গয়না বিক্রির আগেই উদ্ধার করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় গ্রেফতার করা হয় সুনিতাকে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 6:04 PM IST