Home /News /entertainment /
Ranbir Kapoor Alia Bhatt wedding: কী! মেয়ে আলিয়ার দ্বিতীয় বিয়ে দিলেন মা সোনি রাজদান? জানলে অবাক হবেন!

Ranbir Kapoor Alia Bhatt wedding: কী! মেয়ে আলিয়ার দ্বিতীয় বিয়ে দিলেন মা সোনি রাজদান? জানলে অবাক হবেন!

Ranbir Kapoor Alia Bhatt wedding: বাস্তবে নয়। সেই বিয়ে ছিল পর্দায়। 'রাজি' ছবিতে তিনি আলিয়ার মায়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন। একইরকম আবেগঘন হয়েছিলেন তিনি।

 • Share this:

  বিয়ের ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভাসছেন রণবীর- আলিয়া। বিয়ে মিটতেই আলিয়ার মা সোনি রাজদান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'সবাই বলে যে তুমি মেয়েকে হারালে আর একটা ছেলেকে পেলে। আমি বলি, আমরা একটা অসাধারণ ছেলেকে পেলাম, একটা অসাধারণ পরিবার পেলাম। আর অবশ্যই আমার প্রিয় ছোট্ট মেয়ে সবসময় রয়েছে আমার কাছে। রণবীর আর আলিয়া তোমাদের শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা, ইতি - তোমাদের মা।'

  আরও পড়ুন- পাঁচ বছরের প্রেমের আখ্যান! কখনও শ্যাম্পেন, কখনও কেক কেটে রালিয়ার নতুন যাত্রা শুরু

  কিন্তু এই প্রথম মেয়েকে বিদায় জানালেন না সোনি রাজদান। বরং মেয়ে আলিয়ার দ্বিতীয় বিয়ে দেখলেন তিনি। না। বাস্তবে নয়। সেই বিয়ে ছিল পর্দায়। 'রাজি' ছবিতে তিনি আলিয়ার মায়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন। একইরকম আবেগঘন হয়েছিলেন তিনি। আর এ তো সত্য়ি বিয়ে। এখানে তো আবেগ থাকবেই।

   সাত পাকে বাঁধা পড়ে প্রথমবার প্রকাশ্য়ে এলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ শুভকামনা জানিয়েছে গোটা বলিউড৷ আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে আজ সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই।

  বৃহস্পতিবার মুম্বইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন৷

  আগেই সামনে আসে তাঁদের বিয়ের ছবি৷ তারপর বাইরে আসেন তাঁরা৷ চারদিকে তখন উল্লাস, চিৎকার৷ তারই মাঝে সোজা কোলে তুলে নিলেন রকস্টার৷ বদরিনাথের নয়, আলিয়া শুধুই রণবীরের দুলহনিয়া৷

  সোনি রাজদানের বাবা, আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার জন্যই তড়িঘড়ি বিয়ে হয়৷ আলিয়ার দাদু এন রাজদান আলিয়ার বিয়ে দেখে যেত চান, তাই তাঁর পরিবার আর দেরি করতে চায়নি বিয়েতে৷ রণবীরকে নাকি খুবই পছন্দ করেন এবং ভালবাসেন সোনি রাজদানের বাবা, বৃদ্ধ নরেন্দ্রনাথ রাজদান৷

  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Alia Bhatt, Alia Bhatt-Ranbir Kapoor Wedding

  পরবর্তী খবর