Home /News /entertainment /
নায়িকা বৌমার সঙ্গে ছু়টি কাটাতে কেমন লাগছে ? উত্তরে যা বললেন শ্রাবন্তীর শাশুড়ি, দেখুন ভিডিও

নায়িকা বৌমার সঙ্গে ছু়টি কাটাতে কেমন লাগছে ? উত্তরে যা বললেন শ্রাবন্তীর শাশুড়ি, দেখুন ভিডিও

শ্রাবন্তী ও তাঁর শাশুড়ি ৷

শ্রাবন্তী ও তাঁর শাশুড়ি ৷

 • Share this:

  #কলকাতা: গতকালই গিয়েছে জামাইষষ্ঠী৷ বউয়ের সঙ্গে হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার দিন ছিল গতকাল। আর জামাই যদি নতুন হয় তা হলে তো কোনও কথাই নেই। এ বার তো প্রথম জামাইষষ্ঠী ছিল টলি নায়িকা শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের ৷

  টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় গত ১৯ এপ্রিল বিয়ে সেরেছেন তাঁর বন্ধু রোশন সিংয়ের সঙ্গে ৷ নতুন জীবনে পা দিয়েছেন শ্রাবন্তী ৷ নতুন সংসার সামলে নেওয়ার সময় এখন ৷ তবে কাজ চলছে পুরোদমে ৷ বিয়ে সেরেই ফিরে এসেছেন ফ্লোরে ৷ ছেলে ঝিনুক আর স্বামী এবং শাশুড়ি ৷ চারজনের ছোট্ট সংসার ৷ কাজের সঙ্গে সঙ্গেই পরিবারকেও যথেষ্ট সময় দিচ্ছেন নায়িকা ৷ আগের বিয়ে দুটি অভিজ্ঞতা সুখকর নয় ৷ তবে রোশনের সঙ্গে তাঁর সংসার ভাল কাটবে, সেই আশাতেই বুক বাঁধছেন নায়িকা ৷

  স্বামী রোশনের প্রথম জামাইষষ্ঠী হয়নি ৷ কেননা এই সময় গোটা পরিবারকে নিয়ে ব্যাঙ্ককে ছুটি কাটাচ্ছেন নায়িকা ৷ জামাইষষ্ঠী না পালন করলেও শাশুড়ি মায়ের সঙ্গে যে শ্রাবন্তী বৌমা ষষ্ঠী পালন করছেন, সে কথা হলফ করে বলাই যায় ৷ আর শোনা যাচ্ছে শাশুড়ির সঙ্গে নাকি শ্রাবন্তীর বন্ধুর মতো সম্পর্ক ৷ এই মুহূর্তে তাঁরা আনন্দেই ব্যাঙ্ককে ছুটি কাটাচ্ছেন ৷ আর তারই টুকরো ঝলক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন শ্রাবন্তী নিজেই ৷ সেখানে শ্রাবন্তী, তাঁর ছেলে অভিমন্যু , স্বামী রোশনের সঙ্গে নায়িকার শাশুড়িকে বোট চড়তে দেখা গিয়েছে ৷ আর কেমন কাটছে ছুটি এই প্রশ্নটিও শাশুড়ির উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন অভিনেত্রী ৷ তাঁর শাশুড়ি মা উত্তরে যা জানালেন জানতে দেখুন সেই ভিডিও-

  First published:

  Tags: Bangkok Trip, Roshan Singh, Srabanti Chatterjee

  পরবর্তী খবর