Monali Thakur: খালি গলায় 'রসমে উলফত' গাইলেন মোনালি ঠাকুর! বহুদিন পর ফের ভাইরাল গায়িকা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Monali Thakur: ফের স্বমহিমায় মোনালি ঠাকুর! লতাজিকে শ্রদ্ধা জানিয়ে খালি গলায় গাইলেন গান! মুগ্ধতায় ভরালেন গায়িকা!
#মুম্বই: মোনালি ঠাকুর। ভারতের জনপ্রিয় গায়িকা। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। জীবনের নানা কিছু তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের স্বামীর সঙ্গেও মজার ভিডিও পোস্ট করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই রিচার্ডকে বিয়ে করে বিদেশেই আছেন মোনালি ঠাকুর। মোনালির বিয়ে হয়েছিল একেবারে ঘরোয়া ভাবে। কাছের কয়েকজন মানুষ ছাড়া কাউকেই তিনি কিছু জানাননি। বিয়ের বেশ কয়েক বছর পর সব কিছু সোশ্যাল মাধ্যমে পোষ্ট করে জানান তিনি। বিয়ে নিয়ে অন্য নায়ক-নায়িকা বা গায়িকাদের মতো এলাহি কিছু পছন্দ ছিল না তাঁর। ভালবাসার সম্মান দিয়ে সুন্দর করে মোনালি সাজিয়েছেন নিজের সংসার।
সোশ্যাল মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ ছিলেন তিনি। কিন্তু বেশ কিছু মাস ধরে খুব মাঝে মধ্যে কিছু পোস্ট করতেন তিনি। তার অবশ্য একটা কারণ আছে। ২০২০ সালে বেশ কিছু মানুষ নেট মাধ্যমে মোনালিকে কটাক্ষ করেছিলেন তাঁর বিয়ে নিয়ে। বলা হয়েছিল তিনি নাকি পয়সার জন্য বিয়ে করেছেন ব্যবসায়ী মাইককে। যার উচিত জবাব দিয়েছিলেন মোনালি।
advertisement
সে সময়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি মাইককে পয়সার জন্য বিয়ে করেননি। হতে পারে মাইক একজন ব্যবসায়ী। কিন্তু তাঁর রোজগার মাইকের থেকে অনেকটাই বেশি। তাই এই অপবাদ একেবারে মিথ্যে।
advertisement
advertisement
সে সময় তিনি তিন বছর আগের বিয়ের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বান্দ্রাতে হয়েছিল তাঁর বিয়ে। না কোনও রকম জাঁক-জমক তো দূরের কথা! নিজের থেকে ওভার সাইজের পোশাক পরে বিয়ে সেরে ছিলেন তাঁরা। সেদিনই ছিল বিদেশ যাওয়ার ফ্লাইট। মোনালি মনে করেননি ঢাক ঢোল পিটিয়ে বিয়ের খবর সবাইকে জানানোর প্রয়োজনীয়তা। কারণ জীবনটা তাঁর। তিনি ভাববেন কোনটা মানুষকে জানাবেন আর কোনটা জানাবেন না।
advertisement
ঠিক এর পর থেকেই নিজেকে সোশ্যাল মাধ্যম কিছুটা সরিয়ে নিয়েছিলেন তিনি। গান গাইতে একেবারেই দেখা যাচ্ছিল না। তবে বেশ অনেকদিন পর তিনি আবার নিজের স্বমহিমায় ফিরলেন ইনস্টাগ্রামে। মোনালির পরিচয় তাঁর গান। তবে অভিনয়েও দক্ষ তিনি। ফের একবার গানের জাদুতে মোনালি জিতলেন মানুষের মন। খালি গলায় লতা মঙ্গেশকরের বিখ্যাত গজল গাইলেন তিনি। 'রসমে উলফত কো নিভায়ে তো, নিভায়ে ক্যয়সে!" এই গান ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনেছেন। ভালবাসায় ভরিয়েছেন গায়িকাকে। অনেকেই ফের শুনতে চান তাঁর গান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 4:12 PM IST