Mohiner Ghoraguli Tribute Event: ক্যানসার আক্রান্ত তাপসের জন্য মঞ্চে ফের 'মহীনের' গান, উপস্থিত সঙ্গীত তারকারা
- Reported by:Manash Basak
- Published by:Teesta Barman
Last Updated:
Mohiner Ghoraguli Tribute Event: অনেক ব্যান্ড নিজেদের অনুষ্ঠানে ‘মহীনের ঘোড়াগুলি’-র সুর তোলে। কিন্তু সেই সুরকারদের খোঁজ খবর রাখেন না। সেই সময়ের নষ্টালজিয়াকে তুলে ধরতে ও তাপস দাস এর পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ।
কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। চুয়াত্তরের মেকি আধুনিকতার মুখোশটাকে টেনে খুলে দিয়ে তাঁরা নতুন প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে ছিলেন। প্রথম বাংলা গানের হিন্দোল তুলে করে বুকে বারুদ নিয়ে, সভ্যতাকে পঙ্গু করে দেওয়ার বিরুদ্ধে এই ক্ষেপারা অ্যাটম বোমার মতো বিস্ফোরণ করে গেয়ে উঠেছিলেন জীবনের গান।
মহীনের ঘোড়াগুলির অনুষ্ঠানগৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে সত্তরের দশকে ‘মহীনের ঘোড়াগুলি’ যে লড়াই শুরু করেছিল তা আজও চলছে। 'মহীনের ঘোড়াগুলি'র অন্যতম ঘোড়া তাপস দাস আজ জীবনের সায়াহ্নে এসে ক্যানসারের মতো কঠিন অসুখে আক্রান্ত। তাও এখনও গিটার তুলে গান গাওয়ার।স্বপ্ন দেখেন।
advertisement
advertisement
অনেক ব্যান্ড নিজেদের অনুষ্ঠানে ‘মহীনের ঘোড়াগুলি’-র সুর তোলে। কিন্তু সেই সুরকারদের খোঁজ খবর রাখেন না। সেই সময়ের নষ্টালজিয়াকে তুলে ধরতে ও তাপস দাস এর পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ বাগুইআটি অনুভব অভিষিক্তা ম্যাগাজিনের। মঙ্গলবার অজিতেশ মঞ্চে গানে গানে শ্রদ্ধা জানানো হল এই সব কিংবদন্তিদের। যার পোশাকি নাম দেওয়া হয় 'সংবিগ্ন পাখিকুল ও একটি ক্ষ্যাপা ঘোড়ার গল্প'।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2023 11:35 PM IST










