Model Manjusha Niyogi Death: গ্ল্যামার জগতে একের পর এক অস্বাভাবিক মৃত্যু, কেন বারবার এমন হচ্ছে ? যা বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মাঝে মাত্র কয়েকদিনের ব্যবধান। আবারও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু।
কলকাতা: প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী। গ্ল্যামার জগতে একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কেন বারবার এরকম হচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা (Model Manjusha Niyogi Death)?
মাঝে মাত্র কয়েকদিনের ব্যবধান। আবারও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। বিদিশাই প্রথম নন। তালিকাটা দীর্ঘ। ছোটপর্দার জনপ্রিয় মুখ। প্রবাসী বাঙালি পরিবারের সন্তান প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়।
advertisement
২০১৬ সালে আত্মঘাতী হন প্রত্যুষা। পুলিশ বলে, কাজ না পেয়ে অবসাদ। তা থেকেই আত্মঘাতী প্রত্যুষা। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। এই মে মাসেই গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর ঝুলন্ত দেহ।
advertisement

এই রেশ কাটতে না কাটতেই নাগেরবাজারে ফ্ল্যাট থেকে এবার ঝুলন্ত দেহ উদ্ধার পল্লবীরই প্রিয় বন্ধু বিদিশার। পল্লবী এবং বিদিশা, দু’জনের ক্ষেত্রেই সম্পর্কের টানাপোড়েনের কথা শোনা গিয়েছে। আজ, শুক্রবার পাটুলির ফ্ল্যাটে মিলল মঞ্জুসার দেহও ৷ তা হলে কি শুধুমাত্র সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে? কেন বারবার গ্ল্যামারের দুনিয়ায় এভাবে মৃত্যু?
advertisement
মনোবিদদের কথায়, ‘‘এই বয়সটা সেরকমই এই আঠেরো থেকে পঁচিশ, যখন মানুষ সবচেয়ে বেশি সম্পর্ককে গুরুত্ব দেয়, তখন পড়ানোশোনা কিংবা অন্য কিছু কিচ্ছু আসে যায় না ৷ অনেক নতুন নতুন প্রতিভা আসছে। নিজের জায়গা ধরে রাখতে গেলে যে সমস্যা তৈরি হয়, সেটা মোকাবিলা করার জন্য আমরা সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি না ৷’’
advertisement
মহুয়া রায়চৌধুরী, বিদিশা দে মজুমদার থেকে মঞ্জুষা নিয়োগী। অকালে অভিনেত্রীর মৃত্যু। আর সেই মৃত্যু ঘিরেই এখন নানা প্রশ্ন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 12:28 PM IST