Model Manjusha Niyogi Death: ফের মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, বিদিশার বন্ধু মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিদিশার বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী।
কলকাতা: এবার বিদিশার বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। আজ, শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মঞ্জুষা, দাবি পরিবারের (Model Manjusha Niyogi Death)।

মঞ্জুষার দেহ এদিন উদ্ধার হয় পাটুলির ফ্ল্যাট থেকে ৷ আজ, শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা ৷ মানসিক অবসাদে ভুগছিলেন মডেল-অভিনেত্রী ৷ বিদিশা ও মঞ্জুষা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলেই পরিবার সূত্রে খবর ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
advertisement
advertisement
এদিকে ঠিক কী কারণে মৃত্যু হল মডেল বিদিশা দে মজুমদারের? কেরিয়ারে ভাটা নাকি সম্পর্কের টানাপোড়েন? অবসাদেই কি আত্মঘাতী বিদিশা? এ সব প্রশ্নের এখনও উত্তর মেলেনি।
বিদিশা দে মজুমদার একজন উঠতি মডেল। কেরিয়ারের সবে শুরু। এরই মাঝে, হঠাৎ ছন্দপতন। হঠাৎ মৃত্যু। কিন্তু কেন? কেন এ ভাবে শেষ হয়ে গেল বিদিশার জীবন? পুলিশের দাবি, মৃত এই মডেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যা থেকে মিলেছে দু’টি সূত্র।
advertisement
প্রথম সূত্র, কেরিয়ার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বিদিশা। দ্বিতীয় সূত্র, অবসাদেরও শিকার হয়েছিলেন ।
তবে কি কেরিয়ারের চাপই মৃত্যুর দিকে ঠেলে দিল বিদিশাকে? তাঁর বন্ধুদের দাবি, মৃত্যুর আগে বিদিশার পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় বারবার উঠে এসেছে তাঁর বন্ধু অভিনব বেরার প্রসঙ্গ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 9:45 AM IST