এ মাসেই এক নামী অভিনেত্রীকে বিয়ে করছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়

Last Updated:
#মুম্বই: বিয়ে করতে চলেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী । আগামী ৭ জুন চিত্র পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মার কন্যা মাদালসা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে ৷
বিশ্বস্ত সূত্রে খবর, গত মাসে মুম্বইয়ের মাধ আইল্যান্ডে এক ছাদের তলায় হাজির হয়েছিল দুই পরিবার ৷ আর সেখানেই বাগদান পর্ব সারেন মহাক্ষয় ও মাদালসা ৷ জানা গিয়েছে, আগামী ৭ জুলাই উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও মাদলসার চার হাত এক হতে চলেছে ৷ মাদালসা হলেন একজন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী ৷ শোনা যাচ্ছে, মহাক্ষয়ের বিয়েতে বেশ কয়েকজন বলি তারকা হাজির থাকতে পারেন ৷
advertisement
Mimo
advertisement
মাদলসা শর্মা ও মহাক্ষয় ৷
সূত্রের খবর, এক্কেবারে বাঙালিরীতি মেনে বিয়ে হবে মিমো-মাদলসার বিয়ের হবে। মানে শুভদৃষ্টি থেকে মালাবদল, সিঁদুরদান সব হবে প্রথা মেনে। তবে পাত্রীকে বাঙালির কনের সাজে, নাকি দক্ষিনী ব্রাইডাল লুকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এর জন্য  অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।
advertisement
অনেকদিন ধরেই মিমো অর্থাৎ মহাক্ষয় এবং মাদালসার মধ্যে সম্পর্ক ছিল ৷ কিন্তু এই দুই তারকা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি তেমনভাবে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ মাসেই এক নামী অভিনেত্রীকে বিয়ে করছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement