Miss World 2021 : মিস ওয়ার্লড এর সেরার মুকুট পোল্যান্ডের সুন্দরীর মাথায়! সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত শ্রী

Last Updated:

Miss World 2021 : প্রথম রানার আপ বা দ্বিতীয় স্থানের পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি (Shree Saini)।

মিস ওয়ার্লড এর সেরার মুকুট পোল্যান্ডের কাছে! সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত শ্রী
মিস ওয়ার্লড এর সেরার মুকুট পোল্যান্ডের কাছে! সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত শ্রী
#আমেরিকা: আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্লড ২০২১ (Miss World 2021) এর বিজয়ী ঘোষণা হল। করোনার জন্য পিছিয়ে গিয়েছিল ঘোষণা হওয়ার দিন। অবশেষে ১৬মার্চ জানা গেল মিস ওয়ার্লড ২০২১ জয়ী কে। পোল্যান্ডের ক্যারোলিনা বাইলাস্কার (Karolina Bielawska) মাথায় উঠল সেরার মুকুট। প্রথম রানার আপ বা দ্বিতীয় স্থানের পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি (Shree Saini)। সেকেন্ড রানার আপ বা তৃতীয় স্থানে রয়েছে আইভরি কোস্টের অলিভিয়া ইএস।
মিস ওয়ার্লড (Miss World 2021) এর অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতের হয়ে এই সুন্দরী প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন মানসা বারাণসী। সেরা ১৩ সুন্দরীর মধ্যে জায়গা করে যাত্রা শেষ হয় তাঁর ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়।
advertisement
advertisement
মিস ওয়ার্লডের (Miss World 2021) জয়ী ক্যারোলিনা এই অনুষ্ঠানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য প্রার্থনাও করেন। জানা যাচ্ছে ক্যারোলিনা বিজনেস-এর একজন ছাত্রী। ইতিমধ্যেই স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। ভবিষ্যতে টিভি সঞ্চালিকা ও মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। বেড়াতে, সাঁতার কাটতে ও সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং ভালোবাসেন তিনি। গৃহহারা পিছিয়ে পড়া মানুষদের জন্যও কাজ করেন ক্যারোলিনা।
advertisement
ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনির (Shree Saini) জন্ম ভারতের লুধিয়ানা তে। সাল ১৯৯৬। এর পরে পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এই প্রতিযোগিতায় তিনি বলেন, আমেরিকার মানুষের সঙ্গে প্রবাসী ভারতীয়দের হয়েও প্রতিনিধিত্ব করছেন তিনি। সাংবাদিকতায় স্নাতক শ্রী। বর্তমানে বাবার সংস্থার বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss World 2021 : মিস ওয়ার্লড এর সেরার মুকুট পোল্যান্ডের সুন্দরীর মাথায়! সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত শ্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement