দুঃসাহস ! বাধ্য হয়ে ঈশানকে খাট থেকে নেমে যেতে বললেন বৌদি মীরা রাজপুত!

Last Updated:

দেওর-বৌদির দুষ্টু-মিষ্টি সম্পর্কে নানা ঝলক মীরা প্রায়শই Instagram হ্যান্ডেলে শেয়ার করেন। সেই নিয়ে চর্চাও হয় নানা মহলে।

#মুম্বই: শাহিদ কাপুর (Shahid Kapoor) ও মীরা রাজপুতের (Mira Rajput) বিছানা থেকে ফেলে দেওয়া হল ঈশান খট্টরকে (Ishaan Khattar)। সম্প্রতি মীরা নিজের Instagram হ্যান্ডেলে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা গিয়েছে মীরা রাজপুত, শাহিদ কাপুর ও ইশান খট্টর এক ফ্রেমে রয়েছেন। সকলেই নীল পোশাক পরে রয়েছেন। Instagram স্টোরির ক্যাপশনে লেখা হয়েছে ‘আমাদের পরিবারের তৃতীয় চাকা’। আরও লেখা হয়েছে "আমাদের বিছানা থেকে সরো!"। এই ক্যাপশন মীরা ঈশানের উদ্দেশেই লিখেছেন, তবে সবটাই মজা করে। এই নিয়ে গুরুতর ভাবার কিছু নেই।
দেওর-বৌদির দুষ্টু-মিষ্টি সম্পর্কে নানা ঝলক মীরা প্রায়শই Instagram হ্যান্ডেলে শেয়ার করেন। সেই নিয়ে চর্চাও হয় নানা মহলে। মীরা-ঈশান দু'জনেই দু'জনের পোস্টে মন্তব্য করেন। কিছু দিন আগে দু'জনেই একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে মীরা ক্যাপশনে লিখেছিলেন 'প্লেগ্রুপ' অন্য দিকে ঈশান লিখেছিলেন 'ভাবি ডল'।
advertisement
advertisement
২০১৫-র জুলাই মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত। দু'জনেই চুটিয়ে সংসার করেছেন। তাঁদের সুখের সংসারে কোল আলো করে জন্মেছে দু'টি সন্তান। একজনের নাম মিশা (Misha Kapoor) ও অন্যজনের নাম জাইন (Zain Kapoor)। ঈশান হলেন শাহিদ কাপুরের সৎ ভাই। শাহিদ নীলিমা আজিম (Neelima Azeem) এবং পঙ্কজ কাপুরের (Pankaj Kapoor) ছেলে। ঈশান নীলিমা ও রাজেশ খট্টরের (Rajesh Khattar) ছেলে। সৎ ভাই হলেও বেশ ভালো সম্পর্ক দু'জনের।
advertisement
কফি উইথ করণের (Koffee With Karan) মঞ্চে এক চাঞ্চল্যকর কথা শাহিদ নিজের মুখে বলেছিলেন। তিনি বলেছিলেন, “মীরার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধের প্রস্তাব যখন রাখা হয়েছিল তখন মীরার মা ভেবেছিলেন আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাওয়া হয়নি, বরং মীরার সঙ্গে আমার ভাই ঈশানের বিয়ের প্রস্তাব রাখা হচ্ছে। মীরা পুরো বিষয়টা গুছিয়ে নিয়েছিল। কারণ হিসেবে জানতে পারা গিয়েছিল যে আমি মীরার থেকে ১৩ বছরের বড়, তাই এমনটা ভেবে নিয়েছিলেন শাশুড়িমা”।
advertisement
শাহিদের আসন্ন ছবি জার্সি (Jersey)। এটি একটি তেলুগু ছবির রিমেক। যেখানে শাহিদকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও তাঁকে দেখা যাবে Amazon Prime Video-র একটি অ্যাকশন সিরিজে। ঈশানের ঝুলিতে রয়েছে ফোন ভূত (Phone Bhoot)। এই ছবিতে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং সিদ্ধান্ত চতুর্বেদীকেও (Siddhant Chaturvedi) দেখা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুঃসাহস ! বাধ্য হয়ে ঈশানকে খাট থেকে নেমে যেতে বললেন বৌদি মীরা রাজপুত!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement