Mira Kapoor : তাঁর পালাজ্জোও পাড়ি দিয়েছে মাতৃত্বের যাত্রাপথ, প্রিয় সেই সঙ্গীকে ভুলতে পারেন না মীরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷
মুম্বই : শুধু তিনি এক নন ৷ তাঁর একজোড়া পালাজ্জোও নাকি মাতৃত্বের যাত্রাপথ পাড়ি দিয়েছে ! বলছেন মীরা কপূর (Mira Kapoor), তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷ অন্তঃসত্ত্বা থাকার সময় এই ধরনের ঢিলেঢালা পোশাকে আরামে থাকা যায় ৷ মনে করা হচ্ছে, দুই সন্তানের জন্মের আগেই মীরা এই পোশাক পরে দিন কাটিয়েছেন ৷
নেটিজেনদের ধারণা, শাহিদপত্নী পুরনো দিনগুলি মিস করছেন ৷ তাই আবার পুরনো পালাজ্জো পরে ছবি শেয়ার করেছেন তিনি ৷ ছবির সঙ্গে ক্যাপশনে মীরা লিখেছেন ‘আরামদায়ক প্যান্টের মাতৃ্ত্ব৷’
advertisement
advertisement

শাহিদ ও মীরার দুই সন্তান মিশা ও জেইনের বয়স যথাক্রমে ৫ ও ৩ ৷ সামাজিক মাধ্যমে মীরার প্রোফাইল জুড়ে আছে তাঁর সন্তানের ছবি ৷ মিশাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর ছবিও শেয়ার করেছেন তিনি ৷
মীরার কথায় তাঁর সন্তানরা যে এখনও বড় হয়নি, তার জন্য তিনি সৌভাগ্যবান ৷ বলেছেন, ‘‘তোমরা বড় হয়ে ওঠার আগে তোমাদের আরও একটু ভালবাসতে দাও৷’’ দুই সন্তানের আব্দারেও তাঁকে সেলফিও তুলতে হয় ৷ নিজস্বী শেয়ার করে সে কথাও লিখেছেন তিনি ৷ মাদার্স ডে- তাঁর দুই খুদে কীভাবে উদযাপন করে, সে ছবিও শেয়ার করেছেন তিনি ৷
advertisement
মীরাকে ২০১৫ সালে বিয়ে করেছেন শাহিদ ৷ পরের বছরই জন্ম মেয়ে মিশার ৷ দু’ বছর পর তাদের কোলে এসেছে পুত্র জেইন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2021 9:17 PM IST