Mira Kapoor : তাঁর পালাজ্জোও পাড়ি দিয়েছে মাতৃত্বের যাত্রাপথ, প্রিয় সেই সঙ্গীকে ভুলতে পারেন না মীরা

Last Updated:

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷

মুম্বই : শুধু তিনি এক নন ৷ তাঁর একজোড়া পালাজ্জোও নাকি মাতৃত্বের যাত্রাপথ পাড়ি দিয়েছে ! বলছেন মীরা কপূর (Mira Kapoor), তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷ অন্তঃসত্ত্বা থাকার সময় এই ধরনের ঢিলেঢালা পোশাকে আরামে থাকা যায় ৷ মনে করা হচ্ছে, দুই সন্তানের জন্মের আগেই মীরা এই পোশাক পরে দিন কাটিয়েছেন ৷
নেটিজেনদের ধারণা, শাহিদপত্নী পুরনো দিনগুলি মিস করছেন ৷ তাই আবার পুরনো পালাজ্জো পরে ছবি শেয়ার করেছেন তিনি ৷ ছবির সঙ্গে ক্যাপশনে মীরা লিখেছেন ‘আরামদায়ক প্যান্টের মাতৃ্ত্ব৷’
advertisement
advertisement
শাহিদ ও মীরার দুই সন্তান মিশা ও জেইনের বয়স যথাক্রমে ৫ ও ৩ ৷ সামাজিক মাধ্যমে মীরার প্রোফাইল জুড়ে আছে তাঁর সন্তানের ছবি ৷ মিশাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর ছবিও শেয়ার করেছেন তিনি ৷
মীরার কথায় তাঁর সন্তানরা যে এখনও বড় হয়নি, তার জন্য তিনি সৌভাগ্যবান ৷ বলেছেন, ‘‘তোমরা বড় হয়ে ওঠার আগে তোমাদের আরও একটু ভালবাসতে দাও৷’’ দুই সন্তানের আব্দারেও তাঁকে সেলফিও তুলতে হয় ৷ নিজস্বী শেয়ার করে সে কথাও লিখেছেন তিনি ৷ মাদার্স ডে- তাঁর দুই খুদে কীভাবে উদযাপন করে, সে ছবিও শেয়ার করেছেন তিনি ৷
advertisement
মীরাকে ২০১৫ সালে বিয়ে করেছেন শাহিদ ৷ পরের বছরই জন্ম মেয়ে মিশার ৷ দু’ বছর পর তাদের কোলে এসেছে পুত্র জেইন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mira Kapoor : তাঁর পালাজ্জোও পাড়ি দিয়েছে মাতৃত্বের যাত্রাপথ, প্রিয় সেই সঙ্গীকে ভুলতে পারেন না মীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement