Mir: ‘‘আজ গো অ্যাজ ইউ লাইকে আমি ‘আপনি’ সেজেছি’’, অনবদ্য পোস্টে জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা মীরের

Last Updated:

জাদুকর পি সি সরকারের (P C Sorcar Jnr) জন্মদিনে অনবদ্য পোস্টে নেটিজেনদের মন জয় করলেন মীর (Mir)

কলকাতা : তাঁর বাচনভঙ্গি অনুকরণ করেছেন বহু বার ৷ নিছক ‘মিমিক্রি’-র গণ্ডি পেরিয়ে সেই পরিবেশনা পৌঁছে গিয়েছে বিনোদনের অন্যতম উপভোগ্য হিসেবে ৷ এ বার জাদুকর পি সি সরকারের (P C Sorcar Jnr) জন্মদিনে অনবদ্য পোস্টে নেটিজেনদের মন জয় করলেন মীর ৷
শনিবার সকালে মীর (Mir) নিজের ছবি শেয়ার করেছেন ফেসবুকে ৷ সেখানে তিনি নিজেই জাদুকরের বেশে ৷ ছবির ক্যাপশনে লিখেছেন ‘সরকার’ ছবির বিখ্যাত সংলাপ ৷ লিখেছেন, ‘‘আমার যা ভাল লাগে, সেটাই করি আমি৷ সেটা ঈশ্বরের বিরুদ্ধে হতে পারে, সমাজের বিরুদ্ধে হতে পারে, পুলিশ, আইন...এমনকি, পুরো সিস্টেমের বিরুদ্ধেই হোক না কেন...’’ অমিতাভর ব্যারিটোন কণ্ঠের সেই সংলাপ উদ্ধৃত করার পর মীর ‘সরকার’ বানানটা অবশ্য ছবির নাম অনুযায়ী করেননি, লিখেছেন জাদুকর যে বানান লেখেন, সেই অনুযায়ী ৷ অর্থাৎ ‘SORCAR’ ৷
advertisement
এখানেই শেষ হয়নি মীরের শুভেচ্ছা ৷ জদুকরকে ‘কিংবদন্তি’ বলে বর্ণনা করেছেন তিনি ৷ তার পর সহজাত রসিকতায় বলেছেন, ‘‘আজ গো অ্যাজ ইউ লাইকে আমি আপনি সেজেছি ৷’’ ফেসবুকীয় ভাষায় নিজেকে পি সি সরকার লাইট’’ বলেছেন মীর ৷
advertisement
পি সি সরকার তথা প্রদীপচন্দ্র সরকারের জন্ম ১৯৪৬ সালে ৩১ জুলাই, আজকের বাংলাদেশের টাঙ্গাইলে ৷ তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় প্রদীপই যোগ্য হাতে তুলে নিয়েছিলেন তাঁর দিকপাল বাবার রেখে যাওয়া ব্যাটন ৷
advertisement
জাপানে খেলা দেখানর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে চলে যান যশস্বী জাদুকর প্রতুলচন্দ্র সরকার তথা পি সি সরকার সিনিয়র ৷ তাঁর শূন্যতা পূর্ণ করার দায়িত্ব তুলে নেন প্রদীপ ৷ আজ, ‘পি সি সরকার’ পরিচয়ের আড়ালে হারিয়ে গিয়েছে তাঁদের নিজস্ব নাম ৷
বাবার কাছেই হাতেখড়ি জাদুচর্চায় ৷ বাবার সহকারী হিসেবে আত্মপ্রকাশ ৷ প্রথম একক অনুষ্ঠান ১৯৬৩ সালে ৷ কয়েক প্রজন্মের শৈশব আচ্ছন্ন পিতাপুত্রের জাদুস্পর্শে ৷
advertisement
পি সি সরকার জুনিয়রের জন্মদিনে মীরের শুভেচ্ছাপোস্টে অভিভূত নেটিজেনরা ৷ জাদুকরকে অভিনন্দন জানিয়েছেন তাঁরাও ৷ সঙ্গে আব্দার, মীর যেন তাঁর বাচনভঙ্গি অনুসরণ করে একবার শুভেচ্ছা জানাতেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mir: ‘‘আজ গো অ্যাজ ইউ লাইকে আমি ‘আপনি’ সেজেছি’’, অনবদ্য পোস্টে জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা মীরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement