Raj Chakraborty: বিধায়ক রাজের সিরিজে অভিনয় রাজ্যের মন্ত্রীর! তাবড় তারকাদের টেক্কা দিতে নয়া চমক
- Published by:Sanchari Kar
Last Updated:
Raj Chakraborty: বিধায়ক রাজের সিরিজে অভিনয় রাজ্যের মন্ত্রীর! তাবড় তারকাদের টেক্কা দিতে নয়া চমক।
কলকাতা: ওটিটি-তে হাতেখড়ি হচ্ছে রাজ চক্রবর্তীর। সিরিজের নাম 'আবার প্রলয়'। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুট। রাজের প্রথম সিরিজে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো তাবড় তারকারা। তবে এখানেই শেষ নয়। এই তারকাখচিত কাস্টে থাকতে পারে আরও এক চমক। তৃণমূলের বিধায়কের সিরিজে দেখা যেতে পারে রাজ্যের মন্ত্রীকে।
রাজের 'আবার প্রলয়'-এ দেখা যেতে পারে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে। দীর্ঘ দিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। তবে কি এ বার ওটিটি-তেও হাতেখড়ি হতে চলেছে? নিউজ18 বাংলাকে তিনি বলেন, "রাজের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক দিন ধরেই অভিনয় করি। তাই হয়তো প্রস্তাবটা দিয়েছে। আমি নৈহাটিতে থাকি। রাজ হালিশহরের ছেলে। সেই বন্ধুত্ব থেকেই হয়তো ও এটা ভেবেছে।"
advertisement
advertisement
advertisement
তবে রাজের সিরিজে অভিনয়ের বিষয়ে এখনও কিছু মনস্থির করেননি পার্থ। তাঁর কথায়, "এই মুহূর্তে আমি একাধিক কাজ নিয়ে ব্যস্ত। তাই এখনও অভিনয়ের বিষয়ে কিছু ভেবে উঠতে পারিনি। তবে অভিনয় করলে সকলকেই জানাব।"
advertisement

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে 'আবার প্রলয়'। তবে এই সিরিজের সুবাদে প্রযোজকের জুতোয় পা গলাচ্ছেন পরিচালকে স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কি বিধায়কের সিরিজে দেখা যাবে রাজ্যের মন্ত্রীকে? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 1:21 PM IST