বিয়ের সাজে মিমি ! ব্যাপারটা কি?
Last Updated:
প্রাণের বন্ধু নুসরতের বিয়ের পরই গুঞ্জন ওঠে, এবার বুঝি মিমির পালা ৷
#কলকাতা: প্রাণের বন্ধু নুসরতের বিয়ের পরই গুঞ্জন ওঠে, এবার বুঝি মিমির পালা ৷ এমনকী, রটে যায় নুসরতের বিয়েতে তুরস্ক গিয়ে মোটামুটি বিয়েটা পাকাই করে এসেছেন মিমি ৷ শোনা যায়, মিমি প্রিয় মানুষটিও নাকি তুরস্কেই রয়েছে ! তবে সে সব গুঞ্জনে অবশ্য কান দিতে চান না মিমি ৷ বরং নিজের অভিনয় ও গান নিয়েই ব্যস্ত রয়েছেন মিমি ৷
তবে সেই গুঞ্জন যেন আবার মাথা চাড়া দিয়ে উঠল, একটা ছবি প্রকাশ্যে আসার পর থেকেই মিমি-র বিয়ে নিয়ে ফের শুরু শোরগোল ৷ তা কি রয়েছে এই ছবিতে৷
আসল গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন মিমি ৷ যেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজে সেজেছেন মিমি ৷ আর সেই ছবি দেখেই আপাতত নেটিজেনরা আপ্লুত ৷ সঙ্গে গুঞ্জন ৷ তাহলে কি সামনেই বিয়ে মিমির? তার জন্যই কি সব তৈয়ারি?
advertisement
advertisement
দেখুন সেই ছবি---
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2019 2:36 PM IST