রেলিং দিয়ে পড়ে যাবে তো, যোগ দিবসে ব্যায়াম করে ট্রোলড মিমি

মিমি চক্রবর্তী ৷ ছবি: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

মিমি চক্রবর্তী ৷ ছবি: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নিজেকে ফিট রাখার কুল ফান্ডায় মেতে উঠেছে সমস্ত মানুষ ৷ আর সুস্থ রাখতে যোগ ব্যায়ামের জুড়ি মেলা ভার ৷ আর আন্তর্জাতিক যোগ দিবস ৷ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস ৷ ব্যায়াম করতে কোমর বেঁধে নেমে পড়েছেন সবাই ৷

    পিছিয়ে নেই সিলভার স্ক্রিনের তারকারাও ৷ পর্দায় নিজেকে সুন্দর দেখাতে সারা বছরই শরীর চর্চা করেন তারকা ৷ তাঁরা যোগ ব্যায়ামেও মেতে উঠবেন এ আর নতুন কথা কী ৷ সকাল থেকে ব্যায়াম করার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বলি তারকারা ৷ শুধু কি বলিউড সেলেবরাই এই ট্রেন্ডে মেতেছেন ? মোটেই না ৷ পিছিয়ে নেই টলিউডের তারকারাও ৷ টলি টাউনের সেলেবরাও দিব্যি যোগ ব্যায়াম করার ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷

    #happyinternationalyogaday2018 (Some more forms in my stories)

    A post shared by Mimi (@mimichakraborty) on

    এই তো সকাল সকাল তৈরি হয়ে বিভিন্ন ধরনের আসন করে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে দিয়েছিলেন টলি-সুন্দরী মিমি চক্রবর্তী ৷ তিনি যে যোগাসনে ভীষণ স্বচ্ছন্দ্য তা বোঝাই যাচ্ছে ৷ সব কিছু ঠিকঠাকই ছিল ৷

    সগসগ

    বারান্দার রেলিংয়ের পাশে যোগাসন করছিলেন অভিনেত্রী ৷ আর তাতেই বাধে গোল ৷ মিমির সেই ছবির নীচে কমেন্ট আসতে শুরু করে ৷ একজন লিখে বসেন , ‘‘রেলিং দিয়ে পরে যাবে তো!’’৷ এটা এক ভক্তের তাঁর তারকা নিয়ে উদ্বেগের বর্হিপ্রকাশ মাত্র ৷

    First published:

    Tags: International Yoga Day, Mimi Chakraborty, Tollywood Celebrity, Yoga pose