‘আমি মরিনি বেঁচে আছি এখনও !’ ‘গুঞ্জন’-এর জবাব ফেসবুকে দিলেন মিমি
Last Updated:
বৃহস্পতিবার সকাল থেকেই টলিউড সরগরম ৷ গুঞ্জনের কেন্দ্রে মিমি-রাজ-শুভশ্রী ৷
#কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই টলিউড সরগরম ৷ গুঞ্জনের কেন্দ্রে মিমি-রাজ-শুভশ্রী ৷ গুঞ্জনকে তুঙ্গে উঠিয়ে গোটা ইন্ডাস্ট্রিতে রটে গেল রাজের নাকি অশান্তি শুরু হয়েছে মিমি ও শুভশ্রীর মধ্যে ৷ তবে শুধুই কী অশান্তি, রটে গেল মিমি ঘুমের ওষুধ খেয়ে আর শুভশ্রী আগুন দিয়ে চেষ্টা করেছেন আত্মহত্যার ! তবে এ সবই রটে যাওয়া ঘটনাকে নসাৎ করেছেন মিমি, রাজ, শুভশ্রী ৷ সোশ্যাল নেটওর্য়াকিং সাইটের সাহায্যে গোটা ঘটনাকে ‘সস্তা গুঞ্জন’ বলে জানিয়েছেন রাজ, মিমি ও শুভশ্রী !
মিমি ফেসবুকে লিখলেন, ‘সবাইকে জানাতে চাই ৷ আমি একেবারেই বেঁচে আছি, ভালো আছি ৷ আপনারা যা শুনেছেন তা একেবারেই গুজব ৷ আমি সারাদিন শ্যুটিংয়ে ছিলাম ৷ তাই আগে এই সবের উত্তর দিতে পারিনি ৷ শ্যুটিং শেষে এসব কানে যেতেই খুব খারাপ লাগল ৷ এই ধরণের গুজব শুধু আমাকে বিরক্ত করে না ৷ আমার পরিবারকেও বিরক্ত করে ! ’
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2017 2:13 PM IST