অবশেষে প্রকাশ্যে 'খেলা যখন'-এর পোস্টার! কবে পর্দায় আসছে মিমি-অর্জুন অভিনীত ছবি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে। 'গানের ওপারে'-র গোরা-পুপের জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছে অতীতেও।
শ্যুট শুরু হয়েছিল গত বছরেই। অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এর পোস্টার।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিমি এবং অর্জুন চক্রবর্তী। 'গানের ওপারে'-র গোরা-পুপের জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছে অতীতেও। সেই তালিকায় রয়েছে ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-র মতো ছবি। এ বার ফের তাঁদের যুগলবন্দি। দুই তারকার সঙ্গেই থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। 'প্রেম টেম' দিয়ে টলিউডে হাতেখড়ি তাঁর। এ ছাড়াও সুস্মিতার ঝুলিতে রয়েছে 'পাকা দেখা' এবং 'মনের মানুষ'।
advertisement

advertisement
শ্রীভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া প্রোডাকশনস, রাজপ্রতিম ভেঞ্চারস, তিনটি প্রযোজনা সংস্থার ছাতার নীচে তৈরি হয়েছে ছবিটি। মঙ্গলবার মুক্তি পেল 'খেলা যখন'-এর পোস্টার। সেই পোস্টার জুড়ে রয়েছেন মিমি, অর্জুন এবং সুস্মিতা। ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
advertisement
এই ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। অতীত এবং বর্তমানের সঙ্গে লড়াই চলবে সেই চরিত্রের। নিজের আসল পরিচয় জানতে কত দূর পর্যন্ত এগবে ঊর্মি? সেই প্রশ্নের উত্তর দেবে অরিন্দম শীলের এই ছবি।
Location :
First Published :
November 08, 2022 9:08 PM IST