#মুম্বই: তিনি ভীষণ ভাবেই মুক্ত মনের মানুষ৷ জীবন উপভোগ করাতে বিশ্বাস করেন মিলিন্দ৷ নিন্দুকদের মুখে ছাঁই দিয়ে বহুদিন ধরেই নিজের সর্তে জীবনযাপন করছেন৷ ফিটনেস তাঁর প্যাশন৷ শুধু নিজেই নন, তাঁর মা ও স্ত্রী এই মন্ত্রে দীক্ষিত৷ একই সঙ্গে মিলিন্দ ছড়ান প্রেমের বার্তাও৷ তাঁর স্ত্রীর বয়স অনেক কম৷ অঙ্কিতা ও মিলিন্দের বিয়ে হয় ২০১৮এ৷ এর আগে মিলিন্দের স্ত্রী ছিলেন এক ফঁরাসি অভিনেত্রী৷ ২০০৬ গোয়ায় তাঁদের বিয়ে হয়, বিচ্ছেদ হয় ২০০৯এ৷ এরপর মিলিন্দের জীবনে আসেন অঙ্কিতা কোনওয়ার৷ মিলিন্দের ঘরণী হিসেবে তিনি এখন সুপরিচিত৷
আরও পড়ুন কফি উইথ করণে গৌরীর হাত ধরে শাহরুখ! দারুণ চমক শেষবেলায়
জনসমক্ষে আদরের আদানপ্রদানে বিশ্বাসী মিলিন্দ ও অঙ্কিতা৷ একে অপরকে চুমু খেতে নিতে হয় না কোনও গোপন আশ্রয়৷ তাই তো পাহাড়ের উপরে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রেখে দীর্ঘক্ষণ চুমু খেতে দ্বিধা করেননি মিলিন্দ৷ লাদাখের ঠান্ডায় দু’জনে মিলে ছড়িয়ে দিয়েছিলেন উষ্ণতা৷ সঙ্গী ছিল মিলিন্দের হাতে থাকা তরমুজের টুকরো! মুহূর্তটা যে খুবই আবেগঘন তা বুঝিয়ে দিয়েছেন মিলিন্দ৷ তিনি লিখেছেন নীল উজ্জ্বল আকাশ, সুস্বাদু তরমুজ, মিষ্টি চুমু! লাদাখে এর থেকে ভাল আর কী হতে পারে? সত্যিই তো মনোরম পরিবেশে কাছে মানুষের সঙ্গে এমন মধুর সময় কাটানোর থেকে ভাল আর কী হতে পারে৷
এই ভিডিওটা কিছুদিন পুরনো৷ ১০ সেপ্টেম্বর এটি পোস্ট করেন মিলিন্দ৷ তবে ভিডিওটি ট্রেন্ড করছে এখনও৷ ইনস্টাগ্রাম খুললেই জ্বলজ্বল করছে মিলিন্দ ও তাঁর স্ত্রী অঙ্কিতার গভীর প্রেম৷ একই সঙ্গে মিলিন্দ পোস্ট করেছেন তাঁর সাইকেল চালানোর ভিডিও৷ প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্য ধরোই বাঁধ থেকে অম্বাজি পর্যন্ত বিস্তৃত রাস্তার উদ্বোধন করেন তিনি সাইকেল চালিয়ে৷ ২৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন তিনি৷ পথের শেষে সকলের সঙ্গে ছবি তোলেন মিলিন্দ সোমান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankita Konwar, Kiss, Milind Soman