বান্ধবীকে পিঠে চড়িয়ে মিলিন্দ সুমনের এক্সারসাইজ, ভাইরাল হল ভিডিও
Last Updated:
বয়স যে শুধুই একটা নম্বর, তা যেন রোজ রোজ প্রমাণ করছেন এক সময়ের সুপার মডেল মিলিন্দ সুমন ৷
#মুম্বই: বয়স যে শুধুই একটা নম্বর, তা যেন রোজ রোজ প্রমাণ করছেন এক সময়ের সুপার মডেল মিলিন্দ সুমন ৷ তাই তো ৫২-তেও পা দিয়েও যেমন একদিকে প্রেম করছেন, তেমনি জমিয়ে চলছে শরীরচর্চা ৷ আর হবে নাই বা কেন, যদি প্রেমিকার বয়স হয় ২৩ তাহলে তো নিজেকে ফিট রাখতেই হবে ৷ মিলিন্দের সেই ফিটনেস ফান্ডাই এখন ভাইরাল ইন্টারনেটে ৷ প্রেমিকাকে পিঠে চড়িয়ে এক্সারসাইজের ভিডিও ইস্টাগ্রামে শেয়ার করলেন মিলিন্দ ৷ আর তার পরেই ইন্টারনেটে মিলিন্দের প্রেম টক অফ দ্য টাউন ৷
গুঞ্জন ছিল অনেক আগে থেকেই ৷ এক সময়ের সুপার মডেল মিলিন্দ সুমন নাকি প্রেম করছেন হাঁটুর বয়সি বিমানসেবিকা অঙ্কিতার সঙ্গে ৷ গুঞ্জনে বারুদ ফেলে মিলিন্দ ও অঙ্কিতা দু’জনেই নাকি চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায় ৷ এমনকী, অসমে গিয়ে মিলিন্দ নাকি দেখাও করেছেন অঙ্কিতার মা-বাবা-ভাইয়ের সঙ্গে ৷
তবে এবার নতুন গুঞ্জন হল নতুন বছরেই নাকি বিয়ে করতে চলেছেন মিলিন্দ ও অঙ্কিতা কোওয়ার ৷ তবে এ ব্যাপারে মিলিন্দ ও অঙ্কিতা কেউ-ই মুখ খুলতে চাননি ৷
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2017 2:23 PM IST