Mika Singh : বিয়ে করবেন মিকা সিং! বসছে বিরাট স্বয়ম্বর বসছে, রাখি সাওয়ান্তও পাত্রীর তালিকায়?

Last Updated:

Mika Singh : যে সে বিয়ে নয়! গায়কের জন্য জমিয়ে বসবে স্বয়ম্বর সভা।

বিয়ে করবেন মিকা সিং! বসছে বিরাট স্বয়ম্বর বসছে, রাখি সাওয়ান্তও পাত্রীর তালিকায়
বিয়ে করবেন মিকা সিং! বসছে বিরাট স্বয়ম্বর বসছে, রাখি সাওয়ান্তও পাত্রীর তালিকায়
#মুম্বই: বিয়ে করতে চলেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং (Mika Singh)। তবে এ যে সে বিয়ে নয়! গায়কের জন্য জমিয়ে বসবে স্বয়ম্বর সভা। এর আগেও টেলিভিশনের পর্দায় স্বয়ম্বর সভা দেখেছেন দর্শকরা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মিকা। টিভি শোয়ের মাধ্যমেই তিনি বেছে নেবেন জীবন সঙ্গী।
আগামী কয়েক মাসের মধ্যেই টেলিভিশনে দেখা যাবে মিকার (Mika Singh) স্বয়ম্বর। তবে জীবনসঙ্গী খুঁজে পেলেও বিয়ে নয়। পছন্দের মানুষের সঙ্গে শুধুমাত্র বাগদান সারবেন মিকা। বিয়ে নিয়ে আগাম কোনও ঘোষণা করবেন না মিকা। অতীতে, রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের স্বয়ম্বর হয়েছে। আর এবার পালা মিকার। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় মিকা। কিন্তু তাঁর মনে কে জায়গা করে নিতে পারেন এবার সেটাই দেখার। তবে জনপ্রিয়তার পাশাপাশি কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন পঞ্জাবি গায়ক।
advertisement
advertisement
জানা যাচ্ছে, শোয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভালো মতোই। তবে এই শোয়ে আরও বড় একটি চমক আছে। মিকার (Mika Singh) স্বয়ম্বরে নাকি অংশ নিতে পারেন রাখি সাওয়ান্তও। একটা সময়ে মিকা সিংএর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রাখি। রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) এক প্রকার জোর করেই চুম্বন করেছিলেন মিকা। সেই বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে তরজাও চলে বেশ কিছুদিন।
advertisement
প্রসঙ্গত, মিকার গাওয়া জনপ্রিয় গানগুলি হল জুম্মে কি রাত হ্যায়, গন্দি বাত, সিং ইজ কিং, আপকা কেয়া হোগা, আজ কি পার্টি, সাওয়ান মে লাগ লই আগ, টেল মি সামথিং ইত্যাদি। পঞ্জাবি হলেও মিকা সিং এর জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তাঁর আসল নাম অমৃক সিং। বর্ষীয়ান গায়ক দালের মেহেন্দির ভাই তিনি। মিকার বাবা আজমের সিংও একজন গায়ক ছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mika Singh : বিয়ে করবেন মিকা সিং! বসছে বিরাট স্বয়ম্বর বসছে, রাখি সাওয়ান্তও পাত্রীর তালিকায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement